খোকসায় ১৯ শত ১০ জন কৃষক পেল বিনামূল্যে বীজ সার
- আপডেট সময় : ১০:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ৮৯ বার পঠিত
তেল,ডাল ও মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলার ১৯ শত ১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে তেল,ডাল ও মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার একটি পৌরসভা ও ৭ ইউনিয়নের ১৯শ জন ১০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ সহ অনেকেই।
বিতরণ অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় এম,পি জর্জ বলেন, বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে,তারই পরিপেক্ষিতে কৃষি খাতে সর্বোচ্চ সরকারি বরাদ্দ দেওয়া হচ্ছে। সরকারি এই প্রণোদনা সঠিকভাবে কাজে লাগানোর জন্য কৃষি কর্মকর্তা ও কৃষকদের নানাবিধ দিক নির্দেশনা দেন এম,পি জর্জ।