ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

ধারের টাকা ফেরত চাওয়ায় কাল হলো তাসলিমার

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ২৮৯ বার পঠিত

বগুড়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় চাচাতো ভাই মোঃ শাকিব উদ্দিনের (২৩) হাতুরীর আঘাতে খুন হয় তাসলিমা আক্তার (২২)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় গৃহবধূর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে ও নিহতের শিশু সন্তানের বর্ণনার ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই শাকিবকে আটক করে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার রাজাপুর এলাকার আনিসার রহমানের ছেলে ইজিবাইক চালক মোঃ শাকিব উদ্দিন। তাসলিমা সম্পর্কে শাকিবের প্রতিবেশী চাচাতো বোন।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শাকিব তার ইজিবাইকে ভাড়া নিয়ে নিশিন্দারা পৌঁছালে পিছনে একটি অটো রিক্সা ধাক্কা দেয়। তখন তার ইজিবাইকের পিছনের বাম চাকার মাডগার্ড বেঁকে যায়। চাকা ঠিক করার জন্য নিশিন্দারায় সে তার প্রতিবেশী চাচাতো বোন তাসলিমার বাড়ির সামনে যায়। চাচাতো বোনকে ডাকে এবং মাডগার্ড ঠিক করার জন্য হাতুরী চায়। তখন তাছলিমা তাকে হাতুরী দিলে মাডগার্ড ঠিক করে সে চলে যায়। কিছুদূর যেতেই চাকার মাডগার্ডটি আবার বেঁকে যায়। শাকিব আবার হাতুরী নিয়ে গাড়ি ঠিক করে ফেরত দেওয়ার জন্য তাসলিমার বাড়িতে যায়। তাসলিমা তখন পাশেই সোফার উপরে হাতুরী রেখে শাকিবের জন্য বিস্কুট আনতে যায়।

এই ফাঁকে শাকিব টয়লেটে যায়। টয়লেট থেকে এসে সোফায় বসে গল্প ও নাশতা করে। গল্পের এক পর্যায়ে বিদেশ যাওয়ার জন্য নেওয়া ধারের ১০ হাজার টাকা ফেরত চায় তাসলিমা। বার বার টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাসলিমাকে হাতুরী দিয়ে আঘাত করতে যায় শাকিব। এসময় তাসলিমাকে না লেগে পাশে থাকা তার ছেলে কাজিমের মাথায় আঘাতটি লাগে। হাতুরীর আঘাতে কাজিমের মাথা ফেটে যায়। তখন তাছলিমা ও শাকিবের মাঝে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে শাকিব তাছলিমার মাথায় হাতুরী দিয়ে চার থেকে পাঁচটি আঘাত করে। হাতুরীর আঘাতে তাছলিমা মাটিতে লুঠিয়ে পরলে তার বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে ইজিবাইকে করে শাকিব চলে যায়।

পুলিশ সুপার আরও জানান, শিশুর দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বৃহস্পতিবার রাতেই বগুড়া সদরের রাজাপুর থেকে শাকিবকে আটক করে। এরপর তার তথ্যের ভিত্তিতে ১টি ল্যাপটপ, ১টি মোবাইল ও ১টি ইজিবাইক উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে হত্যাকান্তে ব্যবহৃত লোহার হাতুরী উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য যে, নিহত তাসলিমা আক্তার বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। স্ত্রী ও তিন বছর বয়সী ছেলে কাজিমকে নিয়ে তার সংসার। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ফেরার পর মোটরসাইকেলের হর্ন দিলেও স্ত্রী সাড়া দেননি। বাইরে থেকে গেটের লক খুলে বাড়িতে ঢুকে দেখেন বারান্দায় স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পাশে একটি হাতুরী পড়ে ছিল। বন্ধ ঘরের দরজা খুললে ছেলেকে কান্না করতে দেখেন সিরাজুল। এ ঘটনায় তাসলিমার বাবা মোঃ জাহিদুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

ট্যাগস :

ধারের টাকা ফেরত চাওয়ায় কাল হলো তাসলিমার

আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

বগুড়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় চাচাতো ভাই মোঃ শাকিব উদ্দিনের (২৩) হাতুরীর আঘাতে খুন হয় তাসলিমা আক্তার (২২)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় গৃহবধূর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে ও নিহতের শিশু সন্তানের বর্ণনার ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই শাকিবকে আটক করে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার রাজাপুর এলাকার আনিসার রহমানের ছেলে ইজিবাইক চালক মোঃ শাকিব উদ্দিন। তাসলিমা সম্পর্কে শাকিবের প্রতিবেশী চাচাতো বোন।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শাকিব তার ইজিবাইকে ভাড়া নিয়ে নিশিন্দারা পৌঁছালে পিছনে একটি অটো রিক্সা ধাক্কা দেয়। তখন তার ইজিবাইকের পিছনের বাম চাকার মাডগার্ড বেঁকে যায়। চাকা ঠিক করার জন্য নিশিন্দারায় সে তার প্রতিবেশী চাচাতো বোন তাসলিমার বাড়ির সামনে যায়। চাচাতো বোনকে ডাকে এবং মাডগার্ড ঠিক করার জন্য হাতুরী চায়। তখন তাছলিমা তাকে হাতুরী দিলে মাডগার্ড ঠিক করে সে চলে যায়। কিছুদূর যেতেই চাকার মাডগার্ডটি আবার বেঁকে যায়। শাকিব আবার হাতুরী নিয়ে গাড়ি ঠিক করে ফেরত দেওয়ার জন্য তাসলিমার বাড়িতে যায়। তাসলিমা তখন পাশেই সোফার উপরে হাতুরী রেখে শাকিবের জন্য বিস্কুট আনতে যায়।

এই ফাঁকে শাকিব টয়লেটে যায়। টয়লেট থেকে এসে সোফায় বসে গল্প ও নাশতা করে। গল্পের এক পর্যায়ে বিদেশ যাওয়ার জন্য নেওয়া ধারের ১০ হাজার টাকা ফেরত চায় তাসলিমা। বার বার টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাসলিমাকে হাতুরী দিয়ে আঘাত করতে যায় শাকিব। এসময় তাসলিমাকে না লেগে পাশে থাকা তার ছেলে কাজিমের মাথায় আঘাতটি লাগে। হাতুরীর আঘাতে কাজিমের মাথা ফেটে যায়। তখন তাছলিমা ও শাকিবের মাঝে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে শাকিব তাছলিমার মাথায় হাতুরী দিয়ে চার থেকে পাঁচটি আঘাত করে। হাতুরীর আঘাতে তাছলিমা মাটিতে লুঠিয়ে পরলে তার বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে ইজিবাইকে করে শাকিব চলে যায়।

পুলিশ সুপার আরও জানান, শিশুর দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বৃহস্পতিবার রাতেই বগুড়া সদরের রাজাপুর থেকে শাকিবকে আটক করে। এরপর তার তথ্যের ভিত্তিতে ১টি ল্যাপটপ, ১টি মোবাইল ও ১টি ইজিবাইক উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে হত্যাকান্তে ব্যবহৃত লোহার হাতুরী উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য যে, নিহত তাসলিমা আক্তার বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। স্ত্রী ও তিন বছর বয়সী ছেলে কাজিমকে নিয়ে তার সংসার। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ফেরার পর মোটরসাইকেলের হর্ন দিলেও স্ত্রী সাড়া দেননি। বাইরে থেকে গেটের লক খুলে বাড়িতে ঢুকে দেখেন বারান্দায় স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পাশে একটি হাতুরী পড়ে ছিল। বন্ধ ঘরের দরজা খুললে ছেলেকে কান্না করতে দেখেন সিরাজুল। এ ঘটনায় তাসলিমার বাবা মোঃ জাহিদুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছে।