ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

বগুড়ায় সনদ নিতে এসে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৩৪ বার পঠিত

বিশ্ববিদ্যালয় থেকে সনদ নিতে এসে বাসায় ফেরার পথে বাসের চাপায় সাইয়াদ আলম শ্রাবণ (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) দুপুর পৌণে ১ টার দিকে বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় বেসরকারি পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রাবণ বগুড়া জেলার গাবতলি উপজেলার নসকরিপাড়া গ্রামের জহুরুল আলম অরুনের ছেলে। তিনি পুণ্ড্র বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে স্নাতক পাস করেছেন।

জানা গেছে, দুর্ঘটনার পরে দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এই সময় শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে ওভারব্রিজ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুজন শাহী ফজলুল ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শিক্ষার্থীদের আশ্বাস্ত করলে অবরোধ প্রত্যাহার করা হয়। এই সময় মহাসড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন আটকা পরে সাময়িক যানযটের সৃষ্টি হয়।

শ্রাবণের চাচাতো ভাই পিয়াল আহমেদ বলেন, শ্রাবণ এই মাসে ঢাকার সজীব গ্রুপে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে ২৪ হাজার টাকা বেতনে চাকরি পেয়েছেন। আগামী ২ নভেম্বর তার চাকরিতে যোগদান করার কথা ছিল। এজন্য সে বিশ্ববিদ্যালয়ে সনদ উঠাতে যায়। সেখান থেকে ফেরার পথে একটি বাস শ্রাবণের মাটরসাইকেলে চাপা দিলে তার মৃত্যু হয়। এটি শুধু মত্যু নয় একটি হত্যাকাণ্ড। চালকের বেপরোয়া গতি আমার ভাইয়ের জীবন কেড়ে নিলো।

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স (সিইসি) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. জিসান বলেন, ক্যাম্পাসের সামনে একজন শিক্ষার্থীর করুণ মৃত্যু কোনভাবেই মেনে নেওয়ার নয়। আগামীকাল শনিবার সকালে ক্যাম্পাসে মানবন্ধন হবে। এছাড়াও ভিসি স্যার আমাদের দাবি মেনে নেওয়ার কথা দিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শ্রাবণ তার স্নাতক পাসের সনর উঠিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি মোটরসাইকেল ঘুরিয়ে মহাসড়কের অন্য পাশে পার হবার চেষ্টা করছিলেন। এই সময় গাইবান্ধা থেকে আসা বগুড়াগামী গেটলক বাস (রংপুর জ-১১-০০৬৪) পেছন দিক থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে শ্রাবণ চাপা পরে ঘটনাস্থলেই নিহত হোন। পরে স্থানীয়রা ঘাতক বাসটি আটক করেন। তবে বাসের চালক ও সহকারী পলাতক আছেন।

ওসি আমিনুল ইসলাম আরও বলেন, নিহত শ্রাবণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার ব্যবহত মোটরসাইকেল ও ঘাতক বাস আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তবে বাস্তবায়নের কাজ আমাদের নয়

ট্যাগস :

বগুড়ায় সনদ নিতে এসে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

বিশ্ববিদ্যালয় থেকে সনদ নিতে এসে বাসায় ফেরার পথে বাসের চাপায় সাইয়াদ আলম শ্রাবণ (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) দুপুর পৌণে ১ টার দিকে বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় বেসরকারি পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রাবণ বগুড়া জেলার গাবতলি উপজেলার নসকরিপাড়া গ্রামের জহুরুল আলম অরুনের ছেলে। তিনি পুণ্ড্র বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে স্নাতক পাস করেছেন।

জানা গেছে, দুর্ঘটনার পরে দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এই সময় শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে ওভারব্রিজ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুজন শাহী ফজলুল ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শিক্ষার্থীদের আশ্বাস্ত করলে অবরোধ প্রত্যাহার করা হয়। এই সময় মহাসড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন আটকা পরে সাময়িক যানযটের সৃষ্টি হয়।

শ্রাবণের চাচাতো ভাই পিয়াল আহমেদ বলেন, শ্রাবণ এই মাসে ঢাকার সজীব গ্রুপে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে ২৪ হাজার টাকা বেতনে চাকরি পেয়েছেন। আগামী ২ নভেম্বর তার চাকরিতে যোগদান করার কথা ছিল। এজন্য সে বিশ্ববিদ্যালয়ে সনদ উঠাতে যায়। সেখান থেকে ফেরার পথে একটি বাস শ্রাবণের মাটরসাইকেলে চাপা দিলে তার মৃত্যু হয়। এটি শুধু মত্যু নয় একটি হত্যাকাণ্ড। চালকের বেপরোয়া গতি আমার ভাইয়ের জীবন কেড়ে নিলো।

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স (সিইসি) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. জিসান বলেন, ক্যাম্পাসের সামনে একজন শিক্ষার্থীর করুণ মৃত্যু কোনভাবেই মেনে নেওয়ার নয়। আগামীকাল শনিবার সকালে ক্যাম্পাসে মানবন্ধন হবে। এছাড়াও ভিসি স্যার আমাদের দাবি মেনে নেওয়ার কথা দিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শ্রাবণ তার স্নাতক পাসের সনর উঠিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি মোটরসাইকেল ঘুরিয়ে মহাসড়কের অন্য পাশে পার হবার চেষ্টা করছিলেন। এই সময় গাইবান্ধা থেকে আসা বগুড়াগামী গেটলক বাস (রংপুর জ-১১-০০৬৪) পেছন দিক থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে শ্রাবণ চাপা পরে ঘটনাস্থলেই নিহত হোন। পরে স্থানীয়রা ঘাতক বাসটি আটক করেন। তবে বাসের চালক ও সহকারী পলাতক আছেন।

ওসি আমিনুল ইসলাম আরও বলেন, নিহত শ্রাবণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার ব্যবহত মোটরসাইকেল ও ঘাতক বাস আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তবে বাস্তবায়নের কাজ আমাদের নয়