ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে

খানগঞ্জ ইউনিয়নে প্রতিবন্ধীর নামে ভিজিডির চাল উত্তোলন করায় মারধর করলেন ইউপি সদস্য

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ১১:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৮২ বার পঠিত

প্রত্যন্ত গ্রামীন জনগোষ্ঠি অঞ্চলের অসহায়,দরিদ্র ও দুঃস্থ্য সধারন মানুষের জন্য সরকার তাদের সহায়তায় ভিজিডি কার্যক্রম শুরু করে।এরই অংশ হিসেবে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর তিন নং ওয়ার্ডের সোবাহান শেখের প্রতিবন্ধী স্ত্রী সামেলা বেগমের নামে একটি ভিজিডি কার্ড করা হয় চলতি বছরের শুরুতে।

এ ভিজিডি কার্ডের বরাদ্দ কৃত প্রতি মাসে ২০০ টাকা সঞ্চয় রেখে ৩০ কেজি চাল দেওয়া হয় সুবিধা ভোগীদের। কিন্তু সামেলা বেগমের নামের কার্ড দিয়ে এ ভিজিডি কার্ডের চাল তুলে খাচ্ছেন খান গঞ্জ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য চামেলী বেগম। প্রতিমাসেই তিনি প্রতিবন্ধী সামেলার কার্ডটি ইউনিয়নে রেখে চাল তুলে নিয়ে যাচ্ছেন। তবে গত দুই মাসের দুইবার প্রতিবন্ধীর নামীয় কার্ডের চালে মহিলা সদস্য তুলে নেওয়ার ঘটনা জেনে চেয়ারম্যান কার্ডের প্রকৃত মালিক সামেলাকে চাল দিয়েছেন।কিন্তু প্রতিবন্ধী চাল তুলে নেওয়ার ঘটনা জানার পর সামেলার স্বামী ইজিবাইক চালক সোবাহান সেখকে মারধর করে।গত শনিবার সোবাহান ইজিবাইক নিয়ে বেলগাছি রেল স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলো।এসময় মহিলা মেম্বার চামেলী বেগম সোবাহানকে আটকিয়ে ভিজিডির চাল নেওয়ার কারনে তাকে মারধর করে।অকথ্য ভাষায় গালাগাল দেয়।বলে আর বলে আমি প্রতিটি কার্ড করতে ৫/৭ হাজার টাকা নিয়েছি।তোদের কার্ড করেছি টাকা দিস নাই।তাই এখন তোরা আর চাল তুলবিনা।আমি চাল তুলে নিব।মারধরের এ ঘটনায় সামেলা বেগমের স্বামী বাদী হয়ে সদর থানায় জিডি করেছেন।

প্রতিবন্ধী সামেলা বেগম জানায়,আমার নামে কার্ড হওয়ার পর আমি দুই বার চাল পাইছি।আর এত দিন ভিজিডির চাল মহিলা মেম্বার চামেলি বেগম ইউনিয়ন পরিষদ থেকে তুলে নিয়ে গেছে।

মহিলা মেম্বার চামেলি বেগম জানায়,গত ছয় বছর আগে সামেলা ও তার স্বামী মো. সোবাহানকে ১০ হাজার টাকা ধার দিই।কিন্তু তারা আজও আমার টাকা দিচ্ছেনা।এর মধ্যে এলাকায় কয়েকজন মিলে সামেলার নামে কার্ডের চাল ৩০ কেজি করে আমাকে ১০ মাস নেওয়ার কথা বলে।একারনে এ মাসে যে চাল আমার নেওয়ার কথা সেই চাল সামেলা তুলে নেওয়ার কারনে আমি সামেলার স্বামী সোবাহানের অটো থামিয়ে চাল তুলে নেওয়ার কথা জিজ্ঞেস করলে সে আমাকে উল্টো মারধর করেছে।স্টেশনের আশেপাশের লোকজন সাক্ষী ও আছে।

এ বিষয়ে খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরিফুর রহমান সোহান বলেন, আমি সামেলা বেগমের নামে কার্ড হয়েছে সে বিষয়টি জেনেছি।কিন্তু এই কার্ডের চাল কে তুলে নিচ্ছে সে বিষয়টি আমার আগে আমার জানা ছিলোনা। এখন বিষয়টি জেনে আমি যার নামে কার্ড তাকে চাল তুলে নেওয়ার কথা বলেছি।

রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াসমীন বলেন,যার নামে কার্ড হয়েছে সেই কার্ডের চাল তুলে নিবে। যদি পরিষদের কোন মেম্বার চাল নিয়ে থাকে তাহলে বিষয়টি আমি দেখে ব্যাবস্থা নিব বলে জানান তিনি।

খানগঞ্জ ইউনিয়নে প্রতিবন্ধীর নামে ভিজিডির চাল উত্তোলন করায় মারধর করলেন ইউপি সদস্য

আপডেট সময় : ১১:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

প্রত্যন্ত গ্রামীন জনগোষ্ঠি অঞ্চলের অসহায়,দরিদ্র ও দুঃস্থ্য সধারন মানুষের জন্য সরকার তাদের সহায়তায় ভিজিডি কার্যক্রম শুরু করে।এরই অংশ হিসেবে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর তিন নং ওয়ার্ডের সোবাহান শেখের প্রতিবন্ধী স্ত্রী সামেলা বেগমের নামে একটি ভিজিডি কার্ড করা হয় চলতি বছরের শুরুতে।

এ ভিজিডি কার্ডের বরাদ্দ কৃত প্রতি মাসে ২০০ টাকা সঞ্চয় রেখে ৩০ কেজি চাল দেওয়া হয় সুবিধা ভোগীদের। কিন্তু সামেলা বেগমের নামের কার্ড দিয়ে এ ভিজিডি কার্ডের চাল তুলে খাচ্ছেন খান গঞ্জ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য চামেলী বেগম। প্রতিমাসেই তিনি প্রতিবন্ধী সামেলার কার্ডটি ইউনিয়নে রেখে চাল তুলে নিয়ে যাচ্ছেন। তবে গত দুই মাসের দুইবার প্রতিবন্ধীর নামীয় কার্ডের চালে মহিলা সদস্য তুলে নেওয়ার ঘটনা জেনে চেয়ারম্যান কার্ডের প্রকৃত মালিক সামেলাকে চাল দিয়েছেন।কিন্তু প্রতিবন্ধী চাল তুলে নেওয়ার ঘটনা জানার পর সামেলার স্বামী ইজিবাইক চালক সোবাহান সেখকে মারধর করে।গত শনিবার সোবাহান ইজিবাইক নিয়ে বেলগাছি রেল স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলো।এসময় মহিলা মেম্বার চামেলী বেগম সোবাহানকে আটকিয়ে ভিজিডির চাল নেওয়ার কারনে তাকে মারধর করে।অকথ্য ভাষায় গালাগাল দেয়।বলে আর বলে আমি প্রতিটি কার্ড করতে ৫/৭ হাজার টাকা নিয়েছি।তোদের কার্ড করেছি টাকা দিস নাই।তাই এখন তোরা আর চাল তুলবিনা।আমি চাল তুলে নিব।মারধরের এ ঘটনায় সামেলা বেগমের স্বামী বাদী হয়ে সদর থানায় জিডি করেছেন।

প্রতিবন্ধী সামেলা বেগম জানায়,আমার নামে কার্ড হওয়ার পর আমি দুই বার চাল পাইছি।আর এত দিন ভিজিডির চাল মহিলা মেম্বার চামেলি বেগম ইউনিয়ন পরিষদ থেকে তুলে নিয়ে গেছে।

মহিলা মেম্বার চামেলি বেগম জানায়,গত ছয় বছর আগে সামেলা ও তার স্বামী মো. সোবাহানকে ১০ হাজার টাকা ধার দিই।কিন্তু তারা আজও আমার টাকা দিচ্ছেনা।এর মধ্যে এলাকায় কয়েকজন মিলে সামেলার নামে কার্ডের চাল ৩০ কেজি করে আমাকে ১০ মাস নেওয়ার কথা বলে।একারনে এ মাসে যে চাল আমার নেওয়ার কথা সেই চাল সামেলা তুলে নেওয়ার কারনে আমি সামেলার স্বামী সোবাহানের অটো থামিয়ে চাল তুলে নেওয়ার কথা জিজ্ঞেস করলে সে আমাকে উল্টো মারধর করেছে।স্টেশনের আশেপাশের লোকজন সাক্ষী ও আছে।

এ বিষয়ে খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরিফুর রহমান সোহান বলেন, আমি সামেলা বেগমের নামে কার্ড হয়েছে সে বিষয়টি জেনেছি।কিন্তু এই কার্ডের চাল কে তুলে নিচ্ছে সে বিষয়টি আমার আগে আমার জানা ছিলোনা। এখন বিষয়টি জেনে আমি যার নামে কার্ড তাকে চাল তুলে নেওয়ার কথা বলেছি।

রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াসমীন বলেন,যার নামে কার্ড হয়েছে সেই কার্ডের চাল তুলে নিবে। যদি পরিষদের কোন মেম্বার চাল নিয়ে থাকে তাহলে বিষয়টি আমি দেখে ব্যাবস্থা নিব বলে জানান তিনি।