পীরগঞ্জে আগাম কাটা মাড়াই শুরু করেছে কৃষক
- আপডেট সময় : ০৫:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৪৬৭ বার পঠিত
হেমন্ত কিছুটা দুরে থাকলেও রংপুরের পীরগঞ্জ উপজেলায় আগাম ধান কাটা মাড়াই শুরু হয়েছে।কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, আমন মৌসুমে এবার ২৫ হাজার ৪শ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। চারা রোপনের সময় বৃষ্টির দেখা না পাওয়া গেলেও কৃষকরা বসে থাকেননি,তারা সেচ দিয়ে হলেও চারা লাগিয়েছেন, লক্ষ্য পূরণ করেছেন। এখন গোটা মাঠ সবুজে ভরে গেছে। আশা করা হচ্ছে প্রাকৃতিক কোন দূর্যোগ আঘাত না হানলে পুরোদমে অগ্রাহায়নে ধান কাট মাড়াই শুরু হবে। তবে অগ্রহায়ন কিছুটা দুরে থাকলেও পাড়া –গায়ে আগাম জাতের ধান কাটতে শুরু করেছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার ছাদেকুজ্জামান সরকার জানিয়েছেন, ব্রি ধান ৭৫, ব্রি ধান ৭১, ব্রি ধান ৮৭,, বিনা ধান ১৭,বিনা ধান -২০,বিনা ধান ৭ অন্যান্য জাতের ধান গুলোর আগেই উপরোক্ত জাতের ধান আগাম পাকায় কাটা মাড়াই শুরু করছে কৃষক। তিনি আরো বলেন আগাম জাতের এসব ধান বিজ লাগাইলে কৃষকরা আরো একটি বাড়তি ফসলের চাষ করতে পারবে। উপজেলার মিঠিপুর ইউনিয়ন, চতরা ইউনিয়ন ও ভেন্ডাবাড়ী ইউনিয়ন, রায়পুর ইউনিয়নের কৃষকরা আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু করেছেন।তিনি আরো জানান এ বছর যথেষ্ঠ ফলন পাওয়া যাবে আশা করছেন কৃষি বিভাগ।