ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

কেশবপুরে গত ৪ দিন ধরে ভারী ও গুড়ি গুড়ি বৃষ্টির ফলে কাঁচা সবজির দাম বৃদ্ধি

আজিজুর রহমান-কেশবপুর(যশো):
  • আপডেট সময় : ০৬:১৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১০৪ বার পঠিত

কেশবপুরে গত ৪ দিন ধরে ভারী ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কাঁচা সবজির দাম চড়া হওয়ায় নিম্মআয়ের মানুষ দিশাহারা হয়ে পড়েছে।

বুধবার ৪ অক্টোবর দুপুরে কেশবপুর বড় কাঁচা বাজার ও পুরাতন গরু হাটের বৈকালি বাজার ঘুরে দেখা গেছে ২/৩ কেজিতে বেড়ে গেছে সবজি।
ত্রেুতারা বলছেন কেজিতে ৩/৪ টাকা বেড়ি যাওয়া হিসিম খেতে হচ্ছে তাদের।
এদিকে ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে। ক্ষেতের কৃষকদের কাছ থেকে ও বিভিন্ন অঞ্চল থেকে এসব সবজি ত্রুয় করে এনে খরচ বেশি পড়ে যাওয়ার ফলে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে সবজি।

বাজার গুলোতে আলু ৪০ টাকার স্থানে ৪৫ টাকা, পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা,কাঁচাঝাল ১৮০ থেকে ২০০ টাকা,রসুন ২০০ টাকা,বেগুন ৭৫ থেকে ৮০ টাকা,ওল ৬০ থেকে ৭০ টাকা,বাধাঁকপি ৪০ থেকে ৪৫ টাকা,পটল ৩৫ থেকে ৪০ টাকা,মিষ্টি কমড়া ৩৫ থেকে ৪০ টাকা,কাচকলা ৩৫ থেকে ৪০ টাকা,করলা ৭০ থেকে ৮০ টাকা,বরবটি ৫০ থেকে ৬০ টাকা,কাকরোল ৫০ থেকে ৬০ টাকা,ঢেঁড়শ ৩৫ থেকে ৪০ টাকা,ঝিঙ্গা ৩৫ থেকে ৪০ টাকা,খুশি ৩৫ থেকে ৪০ টাকা,পেঁপে ২০ থেকে ২৫ টাকা,ফুলকপি ১০০ থেকে ১২০ টাকা,লাউ প্রতি পিচ ৩০ থেকে ৩৫ টাকা,খিরাই ৪০ থেকে ৫০ টাকা,কচুর মুখি ৭০ থেকে ৮০ টাকা,সিম ১২০ থেকে ১৪০ টাকা,কচু ৪০ টাকা,পোশাক ২০ টাকা,ডাটা ২৫ থেকে ৩০ টাকা,মেসেড়ি ১০০ থেকে ১২০ টাকা,মেটে আলু ৮০ টাকা,টমেটো ৬০ থেকে ৭০ টাকা,মুলা ৩৫ থেকে ৪০ টাকা পালন শাক ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

কাঁচা সবজি ত্রুয় করতে আসা সাতবাড়িয়া গ্রামের রাজীব চৌধুরী(লালু) ও আলতাপোল গ্রামের আলাউদ্দীন,মধ্যেকুল গ্রামের আব্দুল হামিদ বলেন,বৃষ্টির কারণে সবজি দাম প্রতি কেজিতে ৩/৪ টাকা বেড়ে গেছে। করার কিছুই নেই খাওয়ার জন্য তো কিনতে হবে সবজি।

বৈকালি বাজারের কাঁচা সবজি ব্যবসায়ী নিবাস দাস,সাকিব হোসেন,আন্দুস সাত্তার জানান,গত ৪ দিন ধরে ভারী ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এসব সবজির দাম একটু বেড়ে গেছে।
বৈকালি কাঁচা বাজারের সাধারণ সম্পাদক অসিত কুমার বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান এ প্রতিনিধি কে জানান,কাঁচা সবজি বাজারে কম ওঠার কারণে ক্ষেতের কৃষকদের নিকট থেকে ও বিভিন্ন অঞ্চল থেকে সবজি বেশি দামে কিনতে হচ্ছ আমাদের।আর এসব সবজি বিভিন্ন গাড়ি যোগে আনায় খচর বেশি পড়ে যাওয়ার কারণে ত্রেতাদের নিকটে ২/৩/টাকা দরে কেজি বিত্রুিয় করতে হচ্ছে আমাদের।

ট্যাগস :

কেশবপুরে গত ৪ দিন ধরে ভারী ও গুড়ি গুড়ি বৃষ্টির ফলে কাঁচা সবজির দাম বৃদ্ধি

আপডেট সময় : ০৬:১৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

কেশবপুরে গত ৪ দিন ধরে ভারী ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কাঁচা সবজির দাম চড়া হওয়ায় নিম্মআয়ের মানুষ দিশাহারা হয়ে পড়েছে।

বুধবার ৪ অক্টোবর দুপুরে কেশবপুর বড় কাঁচা বাজার ও পুরাতন গরু হাটের বৈকালি বাজার ঘুরে দেখা গেছে ২/৩ কেজিতে বেড়ে গেছে সবজি।
ত্রেুতারা বলছেন কেজিতে ৩/৪ টাকা বেড়ি যাওয়া হিসিম খেতে হচ্ছে তাদের।
এদিকে ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে। ক্ষেতের কৃষকদের কাছ থেকে ও বিভিন্ন অঞ্চল থেকে এসব সবজি ত্রুয় করে এনে খরচ বেশি পড়ে যাওয়ার ফলে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে সবজি।

বাজার গুলোতে আলু ৪০ টাকার স্থানে ৪৫ টাকা, পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা,কাঁচাঝাল ১৮০ থেকে ২০০ টাকা,রসুন ২০০ টাকা,বেগুন ৭৫ থেকে ৮০ টাকা,ওল ৬০ থেকে ৭০ টাকা,বাধাঁকপি ৪০ থেকে ৪৫ টাকা,পটল ৩৫ থেকে ৪০ টাকা,মিষ্টি কমড়া ৩৫ থেকে ৪০ টাকা,কাচকলা ৩৫ থেকে ৪০ টাকা,করলা ৭০ থেকে ৮০ টাকা,বরবটি ৫০ থেকে ৬০ টাকা,কাকরোল ৫০ থেকে ৬০ টাকা,ঢেঁড়শ ৩৫ থেকে ৪০ টাকা,ঝিঙ্গা ৩৫ থেকে ৪০ টাকা,খুশি ৩৫ থেকে ৪০ টাকা,পেঁপে ২০ থেকে ২৫ টাকা,ফুলকপি ১০০ থেকে ১২০ টাকা,লাউ প্রতি পিচ ৩০ থেকে ৩৫ টাকা,খিরাই ৪০ থেকে ৫০ টাকা,কচুর মুখি ৭০ থেকে ৮০ টাকা,সিম ১২০ থেকে ১৪০ টাকা,কচু ৪০ টাকা,পোশাক ২০ টাকা,ডাটা ২৫ থেকে ৩০ টাকা,মেসেড়ি ১০০ থেকে ১২০ টাকা,মেটে আলু ৮০ টাকা,টমেটো ৬০ থেকে ৭০ টাকা,মুলা ৩৫ থেকে ৪০ টাকা পালন শাক ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

কাঁচা সবজি ত্রুয় করতে আসা সাতবাড়িয়া গ্রামের রাজীব চৌধুরী(লালু) ও আলতাপোল গ্রামের আলাউদ্দীন,মধ্যেকুল গ্রামের আব্দুল হামিদ বলেন,বৃষ্টির কারণে সবজি দাম প্রতি কেজিতে ৩/৪ টাকা বেড়ে গেছে। করার কিছুই নেই খাওয়ার জন্য তো কিনতে হবে সবজি।

বৈকালি বাজারের কাঁচা সবজি ব্যবসায়ী নিবাস দাস,সাকিব হোসেন,আন্দুস সাত্তার জানান,গত ৪ দিন ধরে ভারী ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এসব সবজির দাম একটু বেড়ে গেছে।
বৈকালি কাঁচা বাজারের সাধারণ সম্পাদক অসিত কুমার বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান এ প্রতিনিধি কে জানান,কাঁচা সবজি বাজারে কম ওঠার কারণে ক্ষেতের কৃষকদের নিকট থেকে ও বিভিন্ন অঞ্চল থেকে সবজি বেশি দামে কিনতে হচ্ছ আমাদের।আর এসব সবজি বিভিন্ন গাড়ি যোগে আনায় খচর বেশি পড়ে যাওয়ার কারণে ত্রেতাদের নিকটে ২/৩/টাকা দরে কেজি বিত্রুিয় করতে হচ্ছে আমাদের।