পাইকগাছায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ১১:৫০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২৭৯ বার পঠিত
নিরাপদ আমিষের উৎপাদন ও ছাগল ভেড়ার মৃত্যু হার কমিয়ে দেশে আর্থিক স্বচ্ছলতা জন্য ছাগল ও ভেড়ার পি পি আর রোগ নির্মূলে সমগ্র উপজেলা ব্যাপী পিপিআর টিকা প্রয়োগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন খুলনার পাইকগাছায় ছাগল ও ভেড়ার ক্ষুরা ও পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১অক্টোবর) সকালে পাইকগাছা উপজেলার গদাইপুর পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশেষ টিকাদান কর্মসূচি শুভ উদ্বোবন অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু’ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমীন।
সহকারী প্রানিসম্পদ অফিসার মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন এস এম কামরুল আবেদীন, খান হেলাল উদ্দিন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ঠিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।