ক্রিকেট দলে সুযোগ পাওয়া অর্ঘ্যের পাশে দাঁড়ালো কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও হোটেল জাবির ইন্টারন্যাশনাল
- আপডেট সময় : ০৯:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০৩ বার পঠিত
যশোর জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলে সুযোগ পেল কেশবপুরের অর্ঘ্য ঘোষ।
সে দলে উইকেট কিপার ও ব্যাটসম্যান হিসেবে খেলছে। অর্ঘ্য ঘোষ উপজেলার মজিদপুর গ্রামের মৃত সমীর ঘোষের ছেলে ও কেশবপুর মধুশিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অর্ঘ্য ঘোষকে ক্রীড়া সামগ্রী ও হোটেল জাবির ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ওই খেলোয়াড়ের হাতে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা,কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম,
উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ।
খেলাধুলার মাধ্যমে এলাকার সুনাম বয়ে আনাসহ সে ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দলে খেলতে চায় বলে অর্ঘ্য ঘোষ জানায়। সে সকলের কাছে দোয়া চেয়েছেন।