জামালপুর ইসলামপুর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ
- আপডেট সময় : ১২:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২৪৩ বার পঠিত
জামালপুরের ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান কে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।বুধবার (৩০ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে,এডিশনাল ডিআইজির প্রশাসনিক কাজে অসহযোগিতার জন্য তাকে স্ট্যান্ড রিলিজ করে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছেন, ময়মনসিংহ ডিআইজি অফিসের এডিশনাল ডিআইজি খন্দকার নজমুল হাসান
প্রশাসনিক কাজে ইসলামপুর থানায় যান।
একটা মামলার স্বাক্ষীদের সাথে তিনি কথা বলার জন্য ইসলামপুরের গুঠাইল যাওয়ার কথা থাকলেও পরে স্বাক্ষীদের থানায় ডাকার নির্দেশ দেন ডিআইজি।
তার নির্দেশনা অনুযায়ী সব কাজ সঠিকভাবে করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এসময় প্রশাসনিক কাজে ওসি মাজেদুর রহমানের ব্যার্থতার বিষয়টি ডিআইজি নজমুল পুলিশ সুপার মো. কামরুজ্জামান কে অবহিত করেন। এ ঘটনায় পুলিশ সুপার কামরুজ্জামান ওসি মাজেদ কে তাৎক্ষণিক বদলির(স্ট্যান্ড রিলিজ) আদেশ দেন।
ইতিপূর্বে ওসি মাজেদুর রহমানের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যাক্তিগত প্রয়োজনে ব্যবহারের অভিযোগ উঠেছিল।
বদলির বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত এডিশনাল এসপি সুমন কান্তি চৌধুরী
রাষ্ট্রীয় প্রয়োজনে নিয়মিত বদলির অংশ হিসেবে
পুলিশ সুপারের নির্দেশে তাকে বদলি করা হয়েছে।