ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় মাছের পাশাপাশি ভেঁড়িতে অসময়ে তরমুজ চাষে স্বাবলম্বী গোলাম রব্বানী তথ্যমেলায় মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী প্রচার: আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ পাইকগাছার গদাইপুরে গনশুনানী অনুষ্ঠিত জনগণের আস্থা পেলে ধানের শীষের জয় সুনিশ্চিত: ডাঃ এ জেড এম জাহিদ টঙ্গি ইজতেমা হামলার প্রতিবাদে হিলিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ৩১দফা অবহিতকরণে আত্রাইয়ে সাহাগোলা ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাটে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ইসরাইল, সম্পাদক সুজন

ডেঙ্গুর প্রকোপ এবং টিকটক তাণ্ডব

ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:৩৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৩৪০ বার পঠিত

ডেঙ্গুর প্রকোপ এবং টিকটক তাণ্ডব

লেখক-মাধুরী রানী সাধু

ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে বেড়েছে মৃতের সংখ্যা,
মশা নামক একটা ছোট্ট কীট বাজাচ্ছে মৃত্যু ডঙ্কা।

শহরমুখী মানুষগুলো আক্রান্ত হচ্ছে বেশি,শিশু-বৃদ্ধ নারী-পুরুষ ব্যথা হচ্ছে পেশি।

জ্বরের সাথে মাথাব্যথা থাকছে বমি-বমি ভাব,
রক্তশূন্যতা দেখা দিচ্ছে ডাক্তার দিচ্ছে জবাব।

জ্বরের সাথে পাতলা পায়খানা নতুন উপসর্গ,
এডিস মশার আক্রমণে ভুগছে জাতিবর্গ।

সুস্থভাবে বেঁচে থাকা বড্ড বেশি কঠিন,
নতুন নতুন রোগের সৃষ্টি খাবারে নেই প্রোটিন।

টিকটক তাণ্ডব

টিকটক নিয়ে অশান্তি স্বামী-স্ত্রীর মাঝে,
ওটাই বউয়ের ধ্যান-ধারণামন বসেনা কাজে।

ছেলের পড়াশোনা, মেয়ের কান্না দেখার সময় নাই,
টিকটক তাকে করতেই হবে আর কিছু না চাই।

স্বামীর মনে বেজায় কষ্ট বউ নেয়না খোঁজ,সারাদিন সে অফিস করে রাতে ফেরে রোজ।

ঘরে ফিরেও শান্তি নেই করেনা বউ যত্ন,ফোনটা নিয়ে ব্যস্ত থাকে কি জানি কী রত্ন!

শাশুড়ি মাও খুব বিরক্ত বউমার কর্মকাণ্ডে,ফোনটা সামনে রেখে সে হঠাৎ হঠাৎ কান্দে।

আজগুবি সব সাজুগুজু অদ্ভূত তার পোশাক,
নানানরকম অঙ্গভঙ্গি বেঁচে থাকার খোরাক।
এমন কাণ্ড বাপের জন্মে দেখেনি শাশুড়ি মা,
তাইতো সে মানতে পারেনা বন্ধ খানাপিনা।

মায়ের নালিশ, বউয়ের জ্বালায় স্বামী এখন‌ অতিষ্ঠ,
কী যে করে ভেবে পায়না,জীবন হয়েছে রুষ্ঠ।

ডেঙ্গুর প্রকোপ এবং টিকটক তাণ্ডব

আপডেট সময় : ০৮:৩৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

ডেঙ্গুর প্রকোপ এবং টিকটক তাণ্ডব

লেখক-মাধুরী রানী সাধু

ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে বেড়েছে মৃতের সংখ্যা,
মশা নামক একটা ছোট্ট কীট বাজাচ্ছে মৃত্যু ডঙ্কা।

শহরমুখী মানুষগুলো আক্রান্ত হচ্ছে বেশি,শিশু-বৃদ্ধ নারী-পুরুষ ব্যথা হচ্ছে পেশি।

জ্বরের সাথে মাথাব্যথা থাকছে বমি-বমি ভাব,
রক্তশূন্যতা দেখা দিচ্ছে ডাক্তার দিচ্ছে জবাব।

জ্বরের সাথে পাতলা পায়খানা নতুন উপসর্গ,
এডিস মশার আক্রমণে ভুগছে জাতিবর্গ।

সুস্থভাবে বেঁচে থাকা বড্ড বেশি কঠিন,
নতুন নতুন রোগের সৃষ্টি খাবারে নেই প্রোটিন।

টিকটক তাণ্ডব

টিকটক নিয়ে অশান্তি স্বামী-স্ত্রীর মাঝে,
ওটাই বউয়ের ধ্যান-ধারণামন বসেনা কাজে।

ছেলের পড়াশোনা, মেয়ের কান্না দেখার সময় নাই,
টিকটক তাকে করতেই হবে আর কিছু না চাই।

স্বামীর মনে বেজায় কষ্ট বউ নেয়না খোঁজ,সারাদিন সে অফিস করে রাতে ফেরে রোজ।

ঘরে ফিরেও শান্তি নেই করেনা বউ যত্ন,ফোনটা নিয়ে ব্যস্ত থাকে কি জানি কী রত্ন!

শাশুড়ি মাও খুব বিরক্ত বউমার কর্মকাণ্ডে,ফোনটা সামনে রেখে সে হঠাৎ হঠাৎ কান্দে।

আজগুবি সব সাজুগুজু অদ্ভূত তার পোশাক,
নানানরকম অঙ্গভঙ্গি বেঁচে থাকার খোরাক।
এমন কাণ্ড বাপের জন্মে দেখেনি শাশুড়ি মা,
তাইতো সে মানতে পারেনা বন্ধ খানাপিনা।

মায়ের নালিশ, বউয়ের জ্বালায় স্বামী এখন‌ অতিষ্ঠ,
কী যে করে ভেবে পায়না,জীবন হয়েছে রুষ্ঠ।