ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

বাবা করলেন জমি বিক্রি আর বিক্রিত জমিতে ছেলের চাঁদা দাবি করে দখলের চেষ্টা

শিল্পী আক্তার- রংপুর:
  • আপডেট সময় : ০২:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৭৮১ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে জমি বিক্রি করার পর চাঁদা চেয়ে না পেয়ে আবার সেই বিক্রিত জমিতে রাতের আঁধারে ঘর তুলেছে জমি বিক্রেতার এক ছেলে। এমনকি জমি বিক্রি করার কারনে বাবাকে মারধর করে বাড়ি ছাড়া করার অভিযোগ রয়েছে অভিযুক্ত ঐ যুবকের বিরুদ্ধে। চাঁদা দাবি করে না পেয়ে রাতের আঁধারে একটি ভাঙা টিনসেডের ঘর তোলা এবং বাবাকে মারধর করার ঘটনায় জমি বিক্রেতা এবং ক্রেতা উভয়ে বাদী হয়ে মিঠাপুকুর থানায় পরপর দুটি অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত সাজিদের বিরুদ্ধে।

জমি ক্রেতা ও বিক্রেতার অভিযোগ- মিঠাপুকুর উপজেলার ০২ নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর সিংগীর ডোবা (হাজিপাড়া) গ্রামের মোঃ মুকুল মিয়া (৫৪) তার বাবার পৈতৃক সূত্রে প্রাপ্ত ১৫ শতাংশ জমি একই এলাকার কাতার প্রবাসি মোঃ শামীম মিয়ার কাছে বিক্রির জন্য প্রস্তাব করেন। শামীম মিয়া প্রবাসে অবস্থান করায় তার ভগ্নিপতি সাজু মিয়া এবং ফুফাত ভাই শাহআলম মিয়ার সঙ্গে যোগাযোগ করে জমির মূল্য নির্ধারণ করতে বলেন!

মুকুল মিয়া তার বড়ছেলে নাহিদ মিয়া এবং অভিযুক্ত ছোট ছেলে সাজিদ মিয়া উভয়ে আলাপ আলোচনা সাপেক্ষে পনেরো শতাংশ জমির মূল্য দশলক্ষ’ টাকা নির্ধারন করেন এবং সে অনুযায়ী বায়নামূলে কিছু টাকা গ্রহন করে জমি খারিজ এবং গত- ৩০ জুলাই (রবিবার) ৭১১১ দলিল মূলে মিঠাপুকুর সাব রেজিস্ট্রি অফিসে কবলা দলিল সম্পাদন করেন। কিন্তু জমি বিক্রি করার পর মুকুলের ছোট ছেলে সাজিদ (২৪) তার বাবা মুকুলের কাছে তিনলক্ষ টাকা দাবি করেন। মুকুল মিয়া টাকা দিতে অস্বীকার করলে সাজিদ তাকে মারডাং করে বাড়িঘর ছাড়া করেন।

সাজিদ মিয়া তার বাবার কাছে তিনলক্ষ টাকা চেয়ে না পেয়ে প্রবাসি শামীম মিয়ার কাছে তিনলক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তা দিতে অস্বীকার করায় সাজিদ মিয়া স্থানীয় কিছু টাউটদের সঙ্গে নিয়ে মঙ্গলবার (১-আগষ্ট) রাতের আঁধারে একটি ভাঙা টিনসেডের ঘর তোলার চেষ্টা করে। তাকে বাঁধা দিতে গেলে মুকুল মিয়া সহ কয়েকজনকে মারধর এবং হুমকি ধামকি প্রদান করেন।

এ বিষয়ে জমি বিক্রেতা মুকুল মিয়া বলেন, আমার জমি আমি বিক্রি করেছি। কিন্তু ছোট ছেলে সাজিদ কিছু টাউটদের বুদ্ধি শুনে আমার ও জমি ক্রেতা শামীমের কাছে আরো তিনলক্ষ টাকা চাঁদা দাবি করছে। বলদিপুকুরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যারা জমি দখল করে চাঁদা দাবি করে। এদের আইনের আওতায় আনা জরুরি। হয়তোবা এই গ্রুপটি শামীম বিদেশে থাকায় আমার ছেলেকে বুদ্ধি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।

জমিক্রেতা শামীম মিয়া বলেন, আমি কাতারে শ্রমিকের কাজ করে এই জমিটা কষ্ট করে কিনেছি। বাবা ছেলে উভয়ের সঙ্গে বারবার কথা বলেছি। সাজিদ তিনলক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। আমি দেইনি বলে আমার জমি নাকি দখল নেওয়ার চেষ্টা করছে। আমি প্রবাসে আছি। শাহআলম মিয়া জানান, সমস্যা যাতে না-হয় সেজন্য সাজিদকে কিছু টাকা চাঁদা দেয়া হয়েছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। যদি তবু সে জমি ছেড়ে না দেয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এএসআই-মোস্তাফিজ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে থানায় ডেকেছিলাম। কিন্তু গতরাতে টিনের বেড়া দেওয়ার কথা শুনলাম। আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি। স্থানীয়রা জানান, মুকুলের আরো জমি আছে, সাজিদ চাইলে অন্য জমি দখল করতে পারে। কিন্তু প্রবাসীর জমি দখল করেছে শুধু মাত্র চাঁদার দাবিতে।

ট্যাগস :

বাবা করলেন জমি বিক্রি আর বিক্রিত জমিতে ছেলের চাঁদা দাবি করে দখলের চেষ্টা

আপডেট সময় : ০২:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

রংপুরের মিঠাপুকুরে জমি বিক্রি করার পর চাঁদা চেয়ে না পেয়ে আবার সেই বিক্রিত জমিতে রাতের আঁধারে ঘর তুলেছে জমি বিক্রেতার এক ছেলে। এমনকি জমি বিক্রি করার কারনে বাবাকে মারধর করে বাড়ি ছাড়া করার অভিযোগ রয়েছে অভিযুক্ত ঐ যুবকের বিরুদ্ধে। চাঁদা দাবি করে না পেয়ে রাতের আঁধারে একটি ভাঙা টিনসেডের ঘর তোলা এবং বাবাকে মারধর করার ঘটনায় জমি বিক্রেতা এবং ক্রেতা উভয়ে বাদী হয়ে মিঠাপুকুর থানায় পরপর দুটি অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত সাজিদের বিরুদ্ধে।

জমি ক্রেতা ও বিক্রেতার অভিযোগ- মিঠাপুকুর উপজেলার ০২ নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর সিংগীর ডোবা (হাজিপাড়া) গ্রামের মোঃ মুকুল মিয়া (৫৪) তার বাবার পৈতৃক সূত্রে প্রাপ্ত ১৫ শতাংশ জমি একই এলাকার কাতার প্রবাসি মোঃ শামীম মিয়ার কাছে বিক্রির জন্য প্রস্তাব করেন। শামীম মিয়া প্রবাসে অবস্থান করায় তার ভগ্নিপতি সাজু মিয়া এবং ফুফাত ভাই শাহআলম মিয়ার সঙ্গে যোগাযোগ করে জমির মূল্য নির্ধারণ করতে বলেন!

মুকুল মিয়া তার বড়ছেলে নাহিদ মিয়া এবং অভিযুক্ত ছোট ছেলে সাজিদ মিয়া উভয়ে আলাপ আলোচনা সাপেক্ষে পনেরো শতাংশ জমির মূল্য দশলক্ষ’ টাকা নির্ধারন করেন এবং সে অনুযায়ী বায়নামূলে কিছু টাকা গ্রহন করে জমি খারিজ এবং গত- ৩০ জুলাই (রবিবার) ৭১১১ দলিল মূলে মিঠাপুকুর সাব রেজিস্ট্রি অফিসে কবলা দলিল সম্পাদন করেন। কিন্তু জমি বিক্রি করার পর মুকুলের ছোট ছেলে সাজিদ (২৪) তার বাবা মুকুলের কাছে তিনলক্ষ টাকা দাবি করেন। মুকুল মিয়া টাকা দিতে অস্বীকার করলে সাজিদ তাকে মারডাং করে বাড়িঘর ছাড়া করেন।

সাজিদ মিয়া তার বাবার কাছে তিনলক্ষ টাকা চেয়ে না পেয়ে প্রবাসি শামীম মিয়ার কাছে তিনলক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তা দিতে অস্বীকার করায় সাজিদ মিয়া স্থানীয় কিছু টাউটদের সঙ্গে নিয়ে মঙ্গলবার (১-আগষ্ট) রাতের আঁধারে একটি ভাঙা টিনসেডের ঘর তোলার চেষ্টা করে। তাকে বাঁধা দিতে গেলে মুকুল মিয়া সহ কয়েকজনকে মারধর এবং হুমকি ধামকি প্রদান করেন।

এ বিষয়ে জমি বিক্রেতা মুকুল মিয়া বলেন, আমার জমি আমি বিক্রি করেছি। কিন্তু ছোট ছেলে সাজিদ কিছু টাউটদের বুদ্ধি শুনে আমার ও জমি ক্রেতা শামীমের কাছে আরো তিনলক্ষ টাকা চাঁদা দাবি করছে। বলদিপুকুরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যারা জমি দখল করে চাঁদা দাবি করে। এদের আইনের আওতায় আনা জরুরি। হয়তোবা এই গ্রুপটি শামীম বিদেশে থাকায় আমার ছেলেকে বুদ্ধি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।

জমিক্রেতা শামীম মিয়া বলেন, আমি কাতারে শ্রমিকের কাজ করে এই জমিটা কষ্ট করে কিনেছি। বাবা ছেলে উভয়ের সঙ্গে বারবার কথা বলেছি। সাজিদ তিনলক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। আমি দেইনি বলে আমার জমি নাকি দখল নেওয়ার চেষ্টা করছে। আমি প্রবাসে আছি। শাহআলম মিয়া জানান, সমস্যা যাতে না-হয় সেজন্য সাজিদকে কিছু টাকা চাঁদা দেয়া হয়েছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। যদি তবু সে জমি ছেড়ে না দেয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এএসআই-মোস্তাফিজ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে থানায় ডেকেছিলাম। কিন্তু গতরাতে টিনের বেড়া দেওয়ার কথা শুনলাম। আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি। স্থানীয়রা জানান, মুকুলের আরো জমি আছে, সাজিদ চাইলে অন্য জমি দখল করতে পারে। কিন্তু প্রবাসীর জমি দখল করেছে শুধু মাত্র চাঁদার দাবিতে।