সংবাদ শিরোনাম ::
শেরপুরে জেলা সম্মিলিত আইনজীবী পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত
শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
- আপডেট সময় : ১০:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ১০০ বার পঠিত
জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার আন্দোলনে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করে সে আন্দোলন সফল করতে হবে। তিনি জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ উপলক্ষে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ‘মোখলেস-মুন্না প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
তিনি বলেন, আইনজীবীদের স্থানীয় কল্যাণ তহবিল ১৫ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকায় উন্নীত এবং বহুল প্রতীক্ষিত সিজেএম ভবন বাস্তবায়নে মোখলেস-মুন্না প্যানেলের বিকল্প নেই।
তিনি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন সাধনকল্পে বার-বেঞ্চের সমন্বয়ে যুগপোযোগী পদক্ষেপ গ্রহণ এবং শেরপুর বারকে একটি আধুনিক ও মডেল বার হিসেবে প্রতিষ্ঠা করতে এ প্যানেলকে বিজয়ী করার আহবান জানান।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ও প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, জিপি এ্যাডভোকেট আবুল কাশেম, স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এ্যাডভোকেট আরিফুর রহমান সুমন প্রমুখ। প্যানেলের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান আকন্দ ও সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন।
উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদের ব্যানারে সভাপতি পদে বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান আকন্দ, সহ-সভাপতি পদে এ্যাডভোকেট হরিদাস সাহা ও এ্যাডভোকেট মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন মুন্না, সহ- সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম ও এ্যাডভোকেট মোহাম্মদ রেদওয়ানুল হক আবীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডভোকেট মো. আশরাফুজ্জামান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এ্যাডভোকেট ফাহিম হাসনাঈন, অডিটর পদে এ্যাডভোকেট পলাশ কুমার নন্দী এবং নির্বাহী সদস্য পদে এ্যাডভোকেট আশেক মাহমুদ, এ্যাডভোকেট মদন কুমার সাহা, এ্যাডভোকেট আব্দুল্লাহ আল কায়সার মারুফ ও এম চাঁন মিয়া সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।