আর কত দিন?
রোজী সিদ্দিকী
আজ যেন চারিদিকে হায়নার হাসি
আর কতকাল চলবে বল এমন তাণ্ডব লীলা?
তবে কি আমরা পারিনি সেদিন?
নরপশুদের হাত থেকে বাঁচাতে
আমার প্রিয় বাংলা কে?
তবে কি পারিনি স্বাধীন করতে দেশকে?
রাজনীতি যদি এমন হয়,,,,,
মারামারি আর হানাহানি তে ভরে যায়,,
আর কতকাল চলবে বল এমন নিষ্ঠুর বর্বরতা?
যেখানে মরছে সাধারণ জনগণ আর দিনমজুর,,,,,,,
এমপি,মন্ত্রি,বড় নেতা থাকে মহা সুখে
তারা হুকুম দিয়েই সরে দাঁড়ায়।
আর তাদের হুকুম পালন করতে
মরছে কারো ছেলে, কারো স্বামী, কারো বাবা।
যে নারী ঘর বাঁ ধার সপ্ন দেখেছি তাকে নিয়ে,আজ তাকে জীবন দিতে হলো
রাজপথে, মিছিলে,স্লোগানে।
কি দোষ ছিল ওর? ওতো একা মরেনি! মরেছে গোটা পরিবার,যে ছিল এক মাত্র অবলম্বন আয়ের।
আর কতকাল চলবে এই রাজনীতির মহাযুদ্ধ????
যেখানে আমার মা,আমার বোন,আমার স্ত্রী, আমার কন্যা,আমার ছেলে পথ চলতে নিরাপদ নয়,,,,
আর কত দিন চলবে?