৭৫তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে একটি রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ইউনাইটেড কনজুমার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল চানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার আলী আকবর হোসেন, জেলা শাখার সহসভাপতি কামাল হোসেন সালথা উপজেলার সহ-সভাপতি শেখ জামাল হোসেন সাধারণ সম্পাদক সজীব হোসেন ফরিদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মানবতা রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।