হিলিতে সব্জির দাম চড়া,বিপাকে ক্রেতা-বিক্রেতা এদিকে, হঠাৎ সব ধরনের সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষজন
দিনাজপুরের হিলি বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম দ্বিগুণ বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, তীব্র তাপদাহে ফলন কম ও আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে,হঠাৎ সব ধরনের সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষজন।
বৃহস্পতিবার (২১) সেপ্টেম্বর) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় আজ প্রতিটি সবজির দাম দ্বিগুণ। ৩০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে,২০ টাকার পটল বিক্রি হচ্ছে ৪০ টাকায়, ৪০ টাকার করলা ৮০ টাকা,৩০ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ৪০ টাকার কচু ৬০ টাকা,৩৫ টাকার পেঁয়াজ ৫০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা,পেঁপে ২০ টাকা, মুলা ৬০ টাকা, ফুলকপি ১০০ টাকা, বাঁধাকপি ৬০ ও আলুর বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন,তীব্র গরমে কৃষকের প্রায় সবজি নষ্ট হয়ে গেছে। এছাড়া, আমদানিও কম হচ্ছে। তাই এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ বেড়েছে। বেশি দামে কেনায় বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।