এক সপ্তাহ ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দ্বিগুণ বেড়েছে
সবজির দাম। টানা বর্ষায় ক্ষেতে কৃষকের সবজি নষ্ট হওয়ায় বাজারে আমদানি কম। যে কারণে দাম বৃদ্ধি পেয়েছে বলছেন সবজি ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ দাম বাড়ায় বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহ আগে যে পটলের দাম ছিলো ২৫ টাকা কেজি বর্তমান তা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ৫০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। ৩০ টাকার মিষ্টি কুমড়া ৬০ টাকা, ৩০ টাকার ঢেঁড়স ৬০ টাকা, ৫০ টাকার করলা ৮০ টাকা, ৩০ টাকার বাঁধাকপি ৬০ টাকা, ২০ টাকার লাউ ৫০ টাকা, ৪০ টাকার কাকরল ৬০ টাকা, ৩০ টাকার কচু ৬০ টাকা, ৪ টাকা লালশাকের আঁটি ৮ টাকা, ৩০ টাকার শষা ৬০ টাকা, ৭০ টাকার পেঁয়াজ ৮০ টাকা ও ২০০ টাকা কেজি দরের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।
বাজারে সবজি কিনতে আসা রিকশাচালক আইজুল হক বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। বর্তমান তেমন কোনো ইনকাম নাই। বাজারে আসলে মাথা ঘুরে যাচ্ছে, সব সবজির দাম শুনে। প্রতিটি সবজির দাম অনেক বেড়েছে