লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জোরপূর্বক ভাবে ভোগ দখলীয় সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হায়দার আলী ও তার সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে।
আজ (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার সিংগিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ফজলে রহমান।
অভিযোগ সুত্রে জানা যায়, পৈত্রিক ও নিজ ভোগ দখলীয় সম্পত্তিতে আজ সকালে চাষাবাদ করতে গেলে হায়দার আলী, রহিম আলী ও সৈয়দ আলীসহ কয়েজন বাঁধা দেন। এসময় বিবাদীগনরা জমি দাবী করেন। এছাড়াও নানা রকম হুমকি দিয়া বিবাদীগন জোর পূর্বক উক্ত জমিতে ঘর উত্তোলন করেন।
ফজলে রহমান বলেন, ১৭ বছর ধরে মামলা চলার পর রায় দিয়ে জমি আমাকে বুঝিয়ে দিয়ে গেছেন প্রশাসন। আমি প্রায় ২বছর ধরে এই জমি রায় পাওয়ার পর থেকে আবাদ ও দখলে আছে। আজ সকালে জমিতে যাওয়ার পর দেখি জোর করে বিবাধীগণ আমার জমিতে ঘড় তুলেছে। ঘড় তুলার কথা বলতে গেলে সে আমাকে প্রাণ নাশের হুমকিসহ মারপিটের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
এদিকে অভিযুক্ত ব্যক্তি হায়দার আলী অভিযোগ অস্বিকার করে বলেন বলেন, এই জমি রেকর্ড দলিল সব আমার নামে। তাই আমার জমিতে আমি আছি। আমার বাড়িতে আমি আছি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন-নবী জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।