হাকিমপুরে পলিথিনের ফ্যাক্টরিতে অভিযান ২ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৯ বার পঠিত
দিবাজপুরের হাকিমপুর হিলিতে পলিথিনের ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ফ্যাক্টরিতে নিষিদ্ধ পলিথিন তৈরি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ এর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফ্যাক্টরির মালিক তারেকুল ইসলাম কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফ্যাক্টরিতে উৎপাদিত পলিথিন জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে নিলামের মাধ্যমে এসব পলিথিন ধংস করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী পলিথিনের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়য়ে আজকের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমীন রেজা, থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই সুজা মিয়া, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন মিয়া, ইউপি সদস্য বিনুল সহ অনেকে।