ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

হঠাৎ পেঁয়াজের বাজারে অস্থিরতা, কেজি ২৬০!

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১২:০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ১০৭ বার পঠিত

ভারতের নিষেধাজ্ঞার পর হঠাৎ করে পেঁয়াজের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। একদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০০-১২০ টাকা।

গতকাল শুক্রবার রাতে খুচরা বাজারে যেই পেঁয়াজ কেজিতে ১৩০ থেকে ১৫০ টাকা ছিল। সেই পেঁয়াজ শনিবার দুপুর থেকে রাত পযর্ন্ত বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৬০ টাকা কেজি। হঠাৎ এ যেন পেঁয়াজের বাজারে রীতিমতো আগুন লেগেছে।

আশুলিয়ার বাইপাইলসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে, মুহূর্তেই বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম। রাতের থেকে সকালে কেজি প্রতি বেড়ে গেছে ৪০ থেকে ৬০ টাকা। অন্যদিকে সকালের থেকে দুপুরে বেড়েছে আরও ২০ থেকে ৩০ টাকা। আবার দুপুর থেকে রাতে আবার বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। সব মিলিয়ে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। তবে খুচরা ব্যবসায়ীরা জানান পাইকারি আড়ঁতে দাম বেশি তাই তারা বেশী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার খুচরা ব্যবসায়ী সাইফুল জানান,গতকাল দেশী পেঁয়াজ ছিল ১৩০ টাকা থেকে ১৫০ টাকা। সকালে হঠাৎ আড়ঁতে দাম বেড়ে যায়। এখন ২৪০ টাকা কেজি পাইকারী কিনছি। তাই বিক্রি করতে হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা।

অন্যদিকে পাশের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল যেই পেঁয়াজ ১২০ থেকে ১৪০ টাকা পাইকারী বিক্রি করতাম। সেই পেঁয়াজ আজ বিক্রি করছি ২৪০ থেকে ২৫০ টাকা।

শহিদুল নামে এক ক্রেতা বলেন-আমি সবজি কেনা শেষ করে পেঁয়াজ কিনতে গিয়ে অবাক হয়ে যায় গতকাল যে পেঁয়াজ ১২০ টাকা দিয়ে কিনলাম সেই পেঁয়াজ ২৬০ টাকা কেজি। এতো রিতীমত ডাকাতি শুরু করে দিছে ব্যবসায়ীরা।

বাইপাইল আড়তের ঝিনাইদহ বাণিজ্যলয়ের মালিক সাহেব আলী বলেন, আমরা মুকাম থেকে মাল আনি। উনারা যে রেট (দর) দেন আমরা তার থেকে একটু বেশি বেচি (বিক্রি)। এর বেশি আমি কিছু বলতে পারবো না। এ সময় অন্য ব্যবসায়ীদের সাথে কথা বললে তারাও এমন মন্তব্য করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল বলেন, ডিজি মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে, পেঁয়াজ যেহেতু আগের রেটে কেনা, সেহেতু আগের রেটেই বিক্রি করতে হবে। প্রয়োজনে আগের রেটে বিক্রির ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে আমাদের যে বাজার মনিটরিং কার্যক্রম আছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি।

ট্যাগস :

হঠাৎ পেঁয়াজের বাজারে অস্থিরতা, কেজি ২৬০!

আপডেট সময় : ১২:০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

ভারতের নিষেধাজ্ঞার পর হঠাৎ করে পেঁয়াজের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। একদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০০-১২০ টাকা।

গতকাল শুক্রবার রাতে খুচরা বাজারে যেই পেঁয়াজ কেজিতে ১৩০ থেকে ১৫০ টাকা ছিল। সেই পেঁয়াজ শনিবার দুপুর থেকে রাত পযর্ন্ত বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৬০ টাকা কেজি। হঠাৎ এ যেন পেঁয়াজের বাজারে রীতিমতো আগুন লেগেছে।

আশুলিয়ার বাইপাইলসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে, মুহূর্তেই বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম। রাতের থেকে সকালে কেজি প্রতি বেড়ে গেছে ৪০ থেকে ৬০ টাকা। অন্যদিকে সকালের থেকে দুপুরে বেড়েছে আরও ২০ থেকে ৩০ টাকা। আবার দুপুর থেকে রাতে আবার বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। সব মিলিয়ে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। তবে খুচরা ব্যবসায়ীরা জানান পাইকারি আড়ঁতে দাম বেশি তাই তারা বেশী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার খুচরা ব্যবসায়ী সাইফুল জানান,গতকাল দেশী পেঁয়াজ ছিল ১৩০ টাকা থেকে ১৫০ টাকা। সকালে হঠাৎ আড়ঁতে দাম বেড়ে যায়। এখন ২৪০ টাকা কেজি পাইকারী কিনছি। তাই বিক্রি করতে হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা।

অন্যদিকে পাশের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল যেই পেঁয়াজ ১২০ থেকে ১৪০ টাকা পাইকারী বিক্রি করতাম। সেই পেঁয়াজ আজ বিক্রি করছি ২৪০ থেকে ২৫০ টাকা।

শহিদুল নামে এক ক্রেতা বলেন-আমি সবজি কেনা শেষ করে পেঁয়াজ কিনতে গিয়ে অবাক হয়ে যায় গতকাল যে পেঁয়াজ ১২০ টাকা দিয়ে কিনলাম সেই পেঁয়াজ ২৬০ টাকা কেজি। এতো রিতীমত ডাকাতি শুরু করে দিছে ব্যবসায়ীরা।

বাইপাইল আড়তের ঝিনাইদহ বাণিজ্যলয়ের মালিক সাহেব আলী বলেন, আমরা মুকাম থেকে মাল আনি। উনারা যে রেট (দর) দেন আমরা তার থেকে একটু বেশি বেচি (বিক্রি)। এর বেশি আমি কিছু বলতে পারবো না। এ সময় অন্য ব্যবসায়ীদের সাথে কথা বললে তারাও এমন মন্তব্য করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল বলেন, ডিজি মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে, পেঁয়াজ যেহেতু আগের রেটে কেনা, সেহেতু আগের রেটেই বিক্রি করতে হবে। প্রয়োজনে আগের রেটে বিক্রির ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে আমাদের যে বাজার মনিটরিং কার্যক্রম আছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি।