সুনামগঞ্জ ১ আসনে ঈগল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ
- আপডেট সময় : ০৩:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১২০ বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সুনামগঞ্জ ১ আসনে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এ কার্যক্রম শুরু হয়।
সুনামগঞ্জ -১ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে আলোচিত মানবিক মো: সেলিম আহমদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল’প্রতীক পেয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী মো: সেলিম আহমদ জানান,তার পছন্দের কোনো প্রতীক নেই। নির্বাচন কমিশন তাকে যা প্রতীক দেবেন, সেই প্রতীকে তিনি ভোটের মাঠে প্রচারণা চালাবেন।
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন মো:সেলিম আহমদ। তবে দলটির মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। যদিও সুনামগঞ্জ -১আসন থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলেন মো: সেলিম আহমদ।