সিজার করার পর প্রসুতির মৃত্যু
- আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১১৪৭ বার পঠিত
বৃহস্পতিবার ( ৯ মে)রাতে ফরিদপুর শহরের মোল্লাবাড়ী সড়কের একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় ও অবহেলায় সন্তান সিজার করার পর এক মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মৃৃতের নাম খায়রুন নাহার,৩৫, সে ফরিদুপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের আবদুস সামাদের মেয়ে।
পরিবারের অভিযোগ ত্রুটিপূর্ণ অপারেশনেই খাইরুনের মৃত্যু হয়েছে। এসময়ে জন্ম নেয়া পুত্র শিশুটির অবস্থা সংকটজনক অবস্থায় রয়েছে।
মৃতের পরিবারের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১১টায় প্রসূতি মাকে ফরিদপুর শহরের মোল্লাবাড়ী সড়কের উজ্জ্বল প্রাইভেট হাপাতালে ভর্তি করা হলে বেলা ২টার দিকে ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস সিজার করলে একটি পুত্রসন্তান প্রসব করে।
এর আধা ঘন্টা পর স্বজনদের জানানো হয় মায়ের রক্ত লাগবে। সাথে সাথেই রক্ত দেওয়া হলেও কিছু সময় পরে হাসপাতাল কতৃপক্ষ জানান রোগীর অবস্থা ভালো না দ্রুত ঢাকা মেডিকেলে নিতে হবে।
এমতাবস্থায় হাসপাতাল কতৃপক্ষ একপ্রকার জবরদস্তি করে তাদেরই ঠিক করা এম্বুলেন্স করে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়।
রোগীনির ছোট ভাই ওমর ফারুকের অভিযোগ তার বোনের সিজারের পর আর জ্ঞান ফিরেনি, উপরন্ত দ্রুত তার পেঠ ফুলতে থাকলে হাসপাতালেই তার মৃত্যু হয়। কিন্তু এই মৃত্যুকে ঢাকবার জন্য তারা তারাতারি করে রুগীকে ঢাকা পাঠানোর ব্যবন্থা করে।
এরপর রাতে ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানে ভর্তি না নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
এই অপমৃত্যুর ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।