ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

সালথায় লাগসই প্রযু‌ক্তির প্রয়োগ ও সম্প্রসারণ নি‌য়ে সে‌মিনার ও প্রদর্শনী অনু‌ষ্ঠিত

শরিফুল হাসান-সালথা (ফ‌রিদপুর):
  • আপডেট সময় : ০৫:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ৫৮ বার পঠিত

ফ‌রিদপু‌রের সালথায় স্থানীয়ভা‌বে উদ্ভবা‌বিত লাগসই প্রযু‌ক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সে‌মিনার ও প্রদর্শনী অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বিজ্ঞান ও প্রযু‌ক্তি মন্ত্রণাল‌য়ের আ‌য়োজ‌নে ও বাংলা‌দেশ শিল্পগ‌বেষণা প‌রিষ‌দ এবং সালথা উপ‌জেলা প্রশাসন এর বাস্তবায়‌নে সোমবার (১৯ জুন) বেলা ১০টায় উপ‌জেলা প‌রিষদ সম্মেলন ক‌ক্ষে সে‌মিনার ও প‌রিষদ চত্ব‌রে প্রদর্শনী অনু‌ষ্ঠিত হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হি‌নের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষদের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, প্রিন্সিপাল সাই‌ন্টি‌ফিক অ‌ফিসার ড. মোঃ আহসান হা‌বিব, ‌সি‌নিয়র সাই‌ন্টি‌ফিক অ‌ফিসার পরমা আ‌রে‌ফিন, উপ-প‌রিচালক (অর্থ ও বা‌জেট) মোঃ ইরফান মাহবুব, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার সুদর্শন শিকদার, নবকাম প‌ল্লী বিশ্ব‌বিদ‌্যালয় ক‌লে‌জের অধ‌্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সা‌দিক, সালথা প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু) প্রমূখ। এছাড়াও উপ‌জেলা বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারী ও বি‌ভিন্ন স্কু‌লের শিক্ষক ও শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ বিষয়ক প্রদর্শনী মেলায় ৮টি স্টল অংশগ্রহণ করে। দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করা হয়।

সালথায় লাগসই প্রযু‌ক্তির প্রয়োগ ও সম্প্রসারণ নি‌য়ে সে‌মিনার ও প্রদর্শনী অনু‌ষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

ফ‌রিদপু‌রের সালথায় স্থানীয়ভা‌বে উদ্ভবা‌বিত লাগসই প্রযু‌ক্তির প্রয়োগ ও স¤প্রসারণ শীর্ষক সে‌মিনার ও প্রদর্শনী অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বিজ্ঞান ও প্রযু‌ক্তি মন্ত্রণাল‌য়ের আ‌য়োজ‌নে ও বাংলা‌দেশ শিল্পগ‌বেষণা প‌রিষ‌দ এবং সালথা উপ‌জেলা প্রশাসন এর বাস্তবায়‌নে সোমবার (১৯ জুন) বেলা ১০টায় উপ‌জেলা প‌রিষদ সম্মেলন ক‌ক্ষে সে‌মিনার ও প‌রিষদ চত্ব‌রে প্রদর্শনী অনু‌ষ্ঠিত হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হি‌নের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষদের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, প্রিন্সিপাল সাই‌ন্টি‌ফিক অ‌ফিসার ড. মোঃ আহসান হা‌বিব, ‌সি‌নিয়র সাই‌ন্টি‌ফিক অ‌ফিসার পরমা আ‌রে‌ফিন, উপ-প‌রিচালক (অর্থ ও বা‌জেট) মোঃ ইরফান মাহবুব, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার সুদর্শন শিকদার, নবকাম প‌ল্লী বিশ্ব‌বিদ‌্যালয় ক‌লে‌জের অধ‌্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সা‌দিক, সালথা প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু) প্রমূখ। এছাড়াও উপ‌জেলা বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারী ও বি‌ভিন্ন স্কু‌লের শিক্ষক ও শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও স¤প্রসারণ বিষয়ক প্রদর্শনী মেলায় ৮টি স্টল অংশগ্রহণ করে। দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করা হয়।