ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

সালথায় ভূমিসেবা সপ্তাহ উপল‌ক্ষে জনগ‌ণের দোড়‌গোড়ায় স্মার্ট ভূ‌মি‌সেবা

শরিফুল হাসান-সালথা (ফ‌রিদপুর):
  • আপডেট সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৮৮ বার পঠিত

জাতীয় ভূ‌মিসেবা সপ্তাহ- ২০২৩ উপল‌ক্ষে ফ‌রিদপু‌রের সালথায় জনসাধার‌ণের ‌দোড়‌গোড়ায় স্মার্ট ভূমি‌সেবা পৌ‌ছে দি‌চ্ছে উপ‌জেলা ভূ‌মি অ‌ফিস। উপ‌জেলা ভূমি অ‌ফি‌সের বাস্তবায়‌নে মঙ্গলবার (২৩ মে) বিকা‌লে উপ‌জে‌লা সদর বাজা‌রের এই কার্যক্রমের উ‌দ্ধোধন করা হয়। পর্যায়ক্রমে উপ‌জে‌লার বৃহৎ বাজার গু‌লো‌তে এই সেবা কার্যক্রম চল‌বে।

জানা যায়, “স্মার্ট ভূ‌মি সেবায় ভূ‌মি মন্ত্রণালয়” এই শ্লোগান কে সাম‌নে রে‌খে জাতীয় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ (২২ মে-২৮ মে) উপল‌ক্ষে উপ‌জেলা ভূমি অ‌ফিস বি‌শেষ  উ‌দ্যোগ গ্রহণ ক‌রে‌ছে। ভূ‌মি সেবা সপ্তাহ উপল‌ক্ষে বি‌শেষ কিছু সেবা তাৎখ‌নিক জনসাধারণ‌ হা‌তে পৌ‌ছে দেওয়া হ‌বে। এসময় ভূ‌মি উন্নয়ন কর, ই-নামজা‌রি, খ‌তিয়ান (পর্চা), জ‌মির ম‌্যাপ, ভূ‌মি সংক্রান্ত অ‌ভি‌যোগ সহ ভূ‌মি বিষয়ক যে‌কোন পরাম‌র্শ দেওয়া হ‌বে।

সালথা সদর বাজা‌রে তাৎখ‌নিক এই ভূ‌মি সেবা জনসাধার‌ণের কা‌ছে পৌ‌ছে দেন উপ‌জেলা সহকারী ক‌শিনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রা‌জিব রায়, সা‌র্ভেয়ার খলিলুর রহমান, তহ‌সিলদার আ‌নোয়ার হো‌সেন, শ‌ফিউদ্দিন প্রমূখ। এছাড়াও সালথা বাজার ক‌মি‌টির সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

উপ‌জেলা সহকারী ক‌শিনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী সাংবা‌দিক‌দের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে স্মার্ট ভূমিসেবা নিশ্চিতকরনের জন্য দেশব্যাপী উদযাপিত হচ্ছে “ভূমিসেবা সপ্তাহ ২০২৩”। তারই ধারাবাহিকতায় জনগণ যাতে ঘরে বসে শতভাগ হয়রানিমুক্ত ভূমিসেবা পেতে পারে, সেই লক্ষ্যে সালথা উপজেলাধীন সকল হাট বাজারে ” অনস্পট একসনা লীজ নবায়ন” কার্যক্রম শুরু করা হয়েছে। ভূ‌মি বিষয়ক যে‌কোন সেবা ও পরাম‌র্শের জন‌্য সর্ব সাধারণ কে ইউনিয়ন ভূমি অ‌ফিস ও উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সে যোগা‌যোগ করার অনু‌রোধ কর‌ছি।

উ‌ল্যেখ, গতকাল সোমবার (২২ মে) বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে জাতীয় ভূ‌মি সেবা সপ্তা‌হের উ‌দ্ধোধন করা হয়। এ উপল‌ক্ষে বর্ণাঢ‌্য র‌্যা‌লি ও আ‌লোচনা সভা আ‌য়োজন ক‌রে উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা ভূ‌মি অ‌ফিস।

সালথায় ভূমিসেবা সপ্তাহ উপল‌ক্ষে জনগ‌ণের দোড়‌গোড়ায় স্মার্ট ভূ‌মি‌সেবা

আপডেট সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

জাতীয় ভূ‌মিসেবা সপ্তাহ- ২০২৩ উপল‌ক্ষে ফ‌রিদপু‌রের সালথায় জনসাধার‌ণের ‌দোড়‌গোড়ায় স্মার্ট ভূমি‌সেবা পৌ‌ছে দি‌চ্ছে উপ‌জেলা ভূ‌মি অ‌ফিস। উপ‌জেলা ভূমি অ‌ফি‌সের বাস্তবায়‌নে মঙ্গলবার (২৩ মে) বিকা‌লে উপ‌জে‌লা সদর বাজা‌রের এই কার্যক্রমের উ‌দ্ধোধন করা হয়। পর্যায়ক্রমে উপ‌জে‌লার বৃহৎ বাজার গু‌লো‌তে এই সেবা কার্যক্রম চল‌বে।

জানা যায়, “স্মার্ট ভূ‌মি সেবায় ভূ‌মি মন্ত্রণালয়” এই শ্লোগান কে সাম‌নে রে‌খে জাতীয় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ (২২ মে-২৮ মে) উপল‌ক্ষে উপ‌জেলা ভূমি অ‌ফিস বি‌শেষ  উ‌দ্যোগ গ্রহণ ক‌রে‌ছে। ভূ‌মি সেবা সপ্তাহ উপল‌ক্ষে বি‌শেষ কিছু সেবা তাৎখ‌নিক জনসাধারণ‌ হা‌তে পৌ‌ছে দেওয়া হ‌বে। এসময় ভূ‌মি উন্নয়ন কর, ই-নামজা‌রি, খ‌তিয়ান (পর্চা), জ‌মির ম‌্যাপ, ভূ‌মি সংক্রান্ত অ‌ভি‌যোগ সহ ভূ‌মি বিষয়ক যে‌কোন পরাম‌র্শ দেওয়া হ‌বে।

সালথা সদর বাজা‌রে তাৎখ‌নিক এই ভূ‌মি সেবা জনসাধার‌ণের কা‌ছে পৌ‌ছে দেন উপ‌জেলা সহকারী ক‌শিনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রা‌জিব রায়, সা‌র্ভেয়ার খলিলুর রহমান, তহ‌সিলদার আ‌নোয়ার হো‌সেন, শ‌ফিউদ্দিন প্রমূখ। এছাড়াও সালথা বাজার ক‌মি‌টির সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

উপ‌জেলা সহকারী ক‌শিনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী সাংবা‌দিক‌দের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে স্মার্ট ভূমিসেবা নিশ্চিতকরনের জন্য দেশব্যাপী উদযাপিত হচ্ছে “ভূমিসেবা সপ্তাহ ২০২৩”। তারই ধারাবাহিকতায় জনগণ যাতে ঘরে বসে শতভাগ হয়রানিমুক্ত ভূমিসেবা পেতে পারে, সেই লক্ষ্যে সালথা উপজেলাধীন সকল হাট বাজারে ” অনস্পট একসনা লীজ নবায়ন” কার্যক্রম শুরু করা হয়েছে। ভূ‌মি বিষয়ক যে‌কোন সেবা ও পরাম‌র্শের জন‌্য সর্ব সাধারণ কে ইউনিয়ন ভূমি অ‌ফিস ও উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সে যোগা‌যোগ করার অনু‌রোধ কর‌ছি।

উ‌ল্যেখ, গতকাল সোমবার (২২ মে) বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে জাতীয় ভূ‌মি সেবা সপ্তা‌হের উ‌দ্ধোধন করা হয়। এ উপল‌ক্ষে বর্ণাঢ‌্য র‌্যা‌লি ও আ‌লোচনা সভা আ‌য়োজন ক‌রে উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা ভূ‌মি অ‌ফিস।