ফরিদপুরের সালথায় বাংলা নববর্ষ- ১৪৩০ উদযাপন ও পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৩ (হিজরি ১৪৪৪) উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান সোহাগ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুটি উৎসব যেন একটি শান্তিপূর্ন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায় সেই বিষয়ে গৃহিত পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করা হয়। উৎসব যেন কারো জন্য কান্না কিংবা দু:খ্যের কারণ না হয় সেই বিষয়ে স্ব স্ব দপ্তরকে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন উপজেলা প্রশাসন। এছাড়া সভায় বাঙ্গালীর চিরাচরিত কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরে জাঁকজমকপূর্ণ পরিবেশে আগামী ১৪ এপ্রিল বাংলার নববর্ষ এবং ধর্মীয় ভাবগামর্ভিয্য বজায় রেখে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।