শপথগ্রহণের পর ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি হারুন অর রশিদ, রেজাউল করিম, সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান, মজিবুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, কার্যকরী সদস্য এম কিউ হুসাইন বুলবুল, মোশারফ মিয়া, আরিফুল ইসলাম, সদস্য লিয়াকত আলী, মোশারফ হোসেন, মানবকন্ঠের সালথা উপজেলা প্রতিনিধি শরিফুল হাসান,বিধান মন্ডল, আকাশ সাহা প্রমুখ।
এ সময় এলাকার উন্নয়নের ধারা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।