রংপুরের পীরগাছায় বাড়ির পাশে জাংলায় লাউ পাড়তে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারাল পাঁচ সন্তানের এক জননী।।
রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজিয়া বেগম (৬৫) ওই গ্রামের আব্দুল বারীর স্ত্রী।।
এ ঘটনায় একই ইউনিয়নের রামচন্দ্রপাড়া গ্রামের ছাদেক আলীর ছেলে ট্রাক্টর চালক আল-আমিন মিয়াকে গ্রেফতার ও ট্রাক্টর জব্দ করে পীরগাছা থানা পুলিশ।।
পরে নিহতের ছেলে সোহেল রানা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন বিষয়টি নিশ্চিত করেছেন কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম মিয়া।।
এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রেজিয়া বেগম সকাল সাড়ে ৯টার দিকে তার বাড়ির পাশে জাংলায় লাউ পাড়তে দাঁড়িয়ে থাকেন।।
এমন অবস্থায় চৌধুরাণী রেলগেইট হতে আসা উপরোক্ত আসামি বেপরোয়া ও দ্রুতগতিতে মাটিবহনকারী তার মাহিন্দ্র ট্রাক্টর চালিয়ে পিছন থেকে রেজিয়া বেগমকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ তাকে আটক করেন।।
পরে তারা রেজিয়া বেগমকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানা এস, আই (উপপরিদর্শক) শামীম হক বলেন, ট্রাক্টর চালক আল-আমিন মিয়াকে গ্রেফতার ও ট্রাক্টর জব্দ করে থানায় আনা হয়েছে।।
তার নামে একটি মামলা হয়েছে, আর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।