সাতক্ষীরা আশাশুনিতে ন্যায্য সম্পত্তি ফিরে পাওয়ার দাবী
- আপডেট সময় : ০৪:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৯ বার পঠিত
আশাশুনিতে ন্যায্য সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় চাম্পাফুল স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোদাড়া গ্রামের এস এম মহিউদ্দিন, আব্দুল খালেক, শাহাজাহান আলী প্রমুখ। বক্তারা বলেন আমরা খুব কষ্টে আছি, আমরা প্রকৃত জমির মালিকগণ ডিগ্রির রায় আমাদের পক্ষে থাকলেও দখল বুঝে নিতে দিচ্ছে না ভূমি দস্যুরা।
এযাবত আমরা সঠিক কাগজপত্র নিয়ে দারে দারে ঘুরলেও ক্ষমতার দাপট দেখিয়ে দখল বুঝিয়ে নিতে দেননি ভূমি দস্যুরারা। মহিউদ্দীন তার বক্তব্যে বলেন, দেবহাটা থানার বনদস্যু আজিজুল অসহায় মানুষের একাধিক ঘের ও জমি দখল করেন। তিনি অবৈধ অস্ত্র সহ বিস্ফোরক দ্রব্য নিয়ে খলিষখালী ঘের মালিকদের বাসা বাড়ি হতে জিনিসপত্র গরু, ছাগল ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। তিনি বিএনপির নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করে যাচ্ছে। তাদের কারণে সাধারণ জনগণ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। তিনি সরকার সহ ছাত্র সমাজের প্রতি জমি ফিরে পাওয়ার পদক্ষেপ নিতে আহবান জানান। বক্তারা আরও দাবী করেন, দেবহাটা উপজেলার জগন্নাথপুর মৌজার ১১৬ একর ও পারুলিয়া মৌজার ৪৭২ একর জমি তাদের কোবলাকৃত, রেকর্ডীয়, ডিগ্রির রায়ে প্রাপ্য। এর বেশি আমাদের প্রয়োাজন নেই। তারা প্রশাসনের আসু হস্তক্ষেপ কামনা করেন।