সাঘাটায় বন্ধুর হাতে বন্ধু খুন
- আপডেট সময় : ০৮:০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৫০ বার পঠিত
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের জাকারিয়া হোসেন সম্রাট(১৭) অনলাইনে জুয়া খেলার টাকাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম বাটি গ্রামের মিলন হাজারীর পুত্র রিফাত হোসেন (১৫) এর সাথে একই উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের জাকারিয়া হোসেন সম্রাট বোনারপাড়া কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয়ে পড়াশুনার সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে।
এক পর্যায়ে রিফাত ও জাকারিয়া উভয়ে অনলাইনে জুয়া খেলার নেশায় আসক্ত হয়ে পড়ে।
এমতাবস্থায় জাকারিয়া তার ক্যামেরা রিফাত হোসেনের নিকট বন্ধক রাখে। এ-র
কিছুদিন পর সম্রাট টাকা জোগাড় করে বন্ধক রাখা ক্যামেরা ফেরত নেওয়ার জন্য রিফাতের বাড়িতে আসেন। রিফাত ক্যামেরাটি ফেরত না দিয়ে বিভিন্ন তাল বাহানা শুরু করে।
এরি এক পর্যায়ে উভয়ের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে কয়েকদিন যেতে না যেতেই গত (১৭ এপ্রিল) গেল সন্ধ্যায় রিফাত তার মোবাইল ফোনে সম্রাটকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সেই দিন থেকেই সম্রাট নিখোজ হয়।
এব্যাপারে সম্রাটের মা মিনি বেগম বাদি হয়ে সাঘাটা থানায় একটি সাধারণ (জিডি) করেন।
এর ভিত্তিতে (১৯ এপ্রিল) সাঘাটা থানা পুলিশ রিফাতকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে আসে।
রিফাতকে জিজ্ঞাসা বাদে সম্রাটকে হত্যা করার ঘটনা স্বীকার করেন। তার দেওয়া
তথ্যের ভিত্তিতে পুলিশ রিফাতের বাড়ির পাশে সেফটি ট্যাংক থেকে সম্রাটের লাশ উদ্ধার করে।
সাঘাটা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, হত্যার ঘটনাটি তদন্ত করে দোষী ব্যাক্তিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।