আজ ২৬ শে আগস্ট সোমবার ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্মতিথি।এই তিথিতে ভগবান মর্ত্যে লোকে অবতরণ করেছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন,পৃথিবীতে যখন ধর্মের গ্লাণি হয়,অধর্ম বেড়ে যায় তখন আমি দুষ্টের দমন, শিষ্টের পালন,অধর্মের নাশ,এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ধরে অবতীর্ণ হই।
সারা বিশ্বব্যাপী সনাতন ধর্মালম্বীদের বিশেষ তিথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। এই সময় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় আর রাত ১২ টা ১ মিনিটে বিশেষ পূজার মাধ্যমে সমাপ্তি ঘটে।
জন্মাষ্টমী অনুষ্ঠান ২ দিন ব্যাপী করা হয়। স্মার্তমতে,আগের দিন সোমবার,আর গোস্বামী মতে পরের দিন মঙ্গলবারে করা হয়। ২ দিন ব্যাপী অনুষ্ঠানে সনাতন হিন্দু ধর্মালম্বীরা পালন করে থাকে।বিশ্ব ব্যাপী শান্তিও মঙ্গল কামনায় এই জন্মাষ্টমী পালন করা হয়।