সদরপুরে ১৪৪ ধার অমান্য করে জমি দখলের অভিযোগ
- আপডেট সময় : ০১:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ১০৭ বার পঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলায় ১৪৪ ধারা অমান্য করে জমি দখল করে ঘর নির্মণের অভিযোগ উঠেছে বারেক শরিফ(৫৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
উপজেলা সদর ইউনিয়নের দশ হাজার গ্রামে ঘটনাটি ঘটে। জানা গেছে, একই গ্রামের মৃত সামচু বেপারীর ছেলে আলম বেপারীর দশ হাজার মৌজার ৪৬৫ খতিয়নের ৪৩৪, ৪৩৬ ও ৫৪৩ দাগে ৩৩ সতাংশ জমি নিয়ে মৃত চেলা শরীফের ছেলে বারেক, বাবুল ও মোস্তফা শরীফের সাথে বিরোধ চলে আসছে। আলম বেপারী তার জমি বেদখল হওয়ার শঙ্কায় ফরিদপুর জেলা ম্যাজিষ্ট্রেট অদালতের দারস্থ হয়।
পরে অদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। কিন্তু আদালতের নিষেদ অমান্য করে অভিযুক্তরা উক্ত জমিতে গাছ কেটে ঘর নির্মাণ করছে বলে জানান স্থানীয়রা।
আলম ব্যাপারী জানান, এই জমি আমার পৈত্রিক সম্পত্তি। ১৪৪ ধার অমান্য করে চেলা শরীফের ছেলের জোর করে আমা জমি দখল করছে। অমি বাধা দিতে গেলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় স্থানীয়রা।
অভিযুক্ত বারেক শরিফের সাথে কথা বলতে গেলে তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে আগ্রহ বলে জানায়।