শেরপুরের শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় ৬ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরী কক্ষে ওই প্রশিক্ষণ
কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
কর্মশালায় অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. রাহাত চৌধুরী,
উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, তাতিহাটী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান বাদল, গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক সহ বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক,বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।
কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন, তামাক জাত দ্রব্য বর্জন, তামাক জাত দ্রব্য থেকে যুব সমাজকে রক্ষার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।