ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

শ্রমিকদের মাঝে সকালে শান্ত পরিবেশ দুপুরেই অসন্তোষ

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৬:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৫৬ বার পঠিত

ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ শেষে আজ সকালে স্বস্তির মনোভাব নিয়ে কারখানায় কাজে যোগদান করেন শ্রমিকরা।তবে পূর্বের ঘোষণা অনুসারে বেশিরভাগ কারখানা খুলে দেয়া হলেও প্রায় ৪০টির মত কারখানা ছুটি ঘোষণা অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দেখা গেলেও দুপুর ২টার পর থেকে হামীম গ্রুপ, শারমিন গ্রুপ, এনভয়সহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ যোগ না দিয়ে ফ্যাক্টরীর নিচে দাড়িয়ে থাকতে দেখা যায়। পরে কারখানা কতৃপক্ষ ছুটি ঘোষণা করেন ।

মঙ্গলবার সকাল ৮ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত আশুলিয়ার বাইপাইল, ইউনিক, জামগড়া, জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্বতঃস্ফূর্তভাবে পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়িয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা আজ খোলার কথা ছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রায় সব কারখানা খুলে দেওয়া হলেও ৪০টির মত কারখানা এখনো ছুটি ঘোষণা অবস্থা রয়েছে। তবে কারখানায় শ্রমকিরা ও মালিক পক্ষের সাথে আলোচনা চলছে। আলোচনায় সিদ্ধান্তে পৌঁছলে সেসব কারখানাতেও উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে শিল্পপুলিশ।

শ্রমিকরা জানায়, বেশিরভাগ কারখানায় আজ উৎপাদন শুরু হয়েছে। শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেছে। কিছু কিছু কারখানা এখনো খুলে দেওয়া হয়নি। এসব কারখানার শ্রমিকরা বাসায় ফিরে গেছেন। শ্রমিকরা মালিকপক্ষের সাথে আলোচনা করে কাজে ফিরবেন। তারা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই।

শিল্প পুলিশ ও কারখানা কতৃপক্ষ জানায়, সকাল থেকে বেশির কারখানার শ্রমিকরা স্বতস্ফুর্তভাবে কাজে যোগ দিয়েছেন। তবে ৪০ টির মত কারখানা ছুটি ঘোষণা অবস্থা রয়েছে। তারা কারখানা নিরাপত্তাহীনতার কথা বলে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছেন। তবে কিছু কারখানায় শ্রমিকদের সাথে কারখানা কতৃপক্ষের আলোচনা চলছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে কারখানা গুলোতে শ্রমিকরা প্রবেশ করেছে। বেশিরভাগ কারখানায় কাজ চলমান আছে। ৪০ টির মত কারখানা এখনও তাদের কাজ শুরু করতে পারে নি। তবে গতকালের চেয়ে শিল্পাঞ্চলের আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, কারখানার বাহিরে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ আমরা দিচ্ছি না। এখানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, শিল্পপুলিশ ও জেলা পুলিশ দায়িত্ব পালন করছেন। চতুর্দিকে মোবাইল পেট্রল টিম গুলো চলমান আছে। একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা সক্রিয় রয়েছেন, কোন ধরনের সহিংসতা যাতে ঘটতে না পারে তার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।

শ্রমিকদের মাঝে সকালে শান্ত পরিবেশ দুপুরেই অসন্তোষ

আপডেট সময় : ০৬:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ শেষে আজ সকালে স্বস্তির মনোভাব নিয়ে কারখানায় কাজে যোগদান করেন শ্রমিকরা।তবে পূর্বের ঘোষণা অনুসারে বেশিরভাগ কারখানা খুলে দেয়া হলেও প্রায় ৪০টির মত কারখানা ছুটি ঘোষণা অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দেখা গেলেও দুপুর ২টার পর থেকে হামীম গ্রুপ, শারমিন গ্রুপ, এনভয়সহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ যোগ না দিয়ে ফ্যাক্টরীর নিচে দাড়িয়ে থাকতে দেখা যায়। পরে কারখানা কতৃপক্ষ ছুটি ঘোষণা করেন ।

মঙ্গলবার সকাল ৮ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত আশুলিয়ার বাইপাইল, ইউনিক, জামগড়া, জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্বতঃস্ফূর্তভাবে পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়িয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা আজ খোলার কথা ছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রায় সব কারখানা খুলে দেওয়া হলেও ৪০টির মত কারখানা এখনো ছুটি ঘোষণা অবস্থা রয়েছে। তবে কারখানায় শ্রমকিরা ও মালিক পক্ষের সাথে আলোচনা চলছে। আলোচনায় সিদ্ধান্তে পৌঁছলে সেসব কারখানাতেও উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে শিল্পপুলিশ।

শ্রমিকরা জানায়, বেশিরভাগ কারখানায় আজ উৎপাদন শুরু হয়েছে। শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেছে। কিছু কিছু কারখানা এখনো খুলে দেওয়া হয়নি। এসব কারখানার শ্রমিকরা বাসায় ফিরে গেছেন। শ্রমিকরা মালিকপক্ষের সাথে আলোচনা করে কাজে ফিরবেন। তারা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই।

শিল্প পুলিশ ও কারখানা কতৃপক্ষ জানায়, সকাল থেকে বেশির কারখানার শ্রমিকরা স্বতস্ফুর্তভাবে কাজে যোগ দিয়েছেন। তবে ৪০ টির মত কারখানা ছুটি ঘোষণা অবস্থা রয়েছে। তারা কারখানা নিরাপত্তাহীনতার কথা বলে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছেন। তবে কিছু কারখানায় শ্রমিকদের সাথে কারখানা কতৃপক্ষের আলোচনা চলছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে কারখানা গুলোতে শ্রমিকরা প্রবেশ করেছে। বেশিরভাগ কারখানায় কাজ চলমান আছে। ৪০ টির মত কারখানা এখনও তাদের কাজ শুরু করতে পারে নি। তবে গতকালের চেয়ে শিল্পাঞ্চলের আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, কারখানার বাহিরে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ আমরা দিচ্ছি না। এখানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, শিল্পপুলিশ ও জেলা পুলিশ দায়িত্ব পালন করছেন। চতুর্দিকে মোবাইল পেট্রল টিম গুলো চলমান আছে। একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা সক্রিয় রয়েছেন, কোন ধরনের সহিংসতা যাতে ঘটতে না পারে তার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।