শ্যামনগর টেকসই বেড়িবাঁধ ও কর্মসংস্থানে প্রধান ভূমিকা রাখবে নৌকার প্রার্থী আতাউল হক দোলন
- আপডেট সময় : ০৭:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩৮৩ বার পঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার ৩০ ডিসেম্বর বিকাল ৪ টায় কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়৷
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকার প্রতিকের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আতাউল হক দোলন৷
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে ফজলুল হক।
বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম (লেনিন) জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ (স্বাপন), জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বি. উপকমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদা খানম (মেধা), কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহার হোসেন কান্টু, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা জাতীয়পার্টির সভানেত্রী ও উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক ও শ্যামনগর সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) এর বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং নেতাকর্মীরা ৷
জনসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নে বিভিন্ন প্রকৃতিক দূর্যোগে প্রায় সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয়ে থাকে৷ টেকসই বেড়িবাঁধ নির্মানে আমার কঠোর ভূমিকা থাকবে৷ বিভিন্ন প্রজেক্টে সরকারি সহায়তায় সহযোগিতা করতে চাই ৷ এ এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধির প্রধান ভূমিকা থাকবে আমার৷ দেশে ব্যপক উন্নয়নকে সামনে রেখে আমরা পূনরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করবো৷ আমাকে আপনারা চিনেন এবং জানেন ৷
আমি নির্বাচিত হলে শ্যামনগর হবে একটি মডেল উপজেলা৷ আমাকে বিজয়ী করতে আগামী ৭ তারিখে আমাকে নৌকা প্রতিকে ভোট দিন৷ বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাবু অসীম কুমার জোরদারের
সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, সাবেক চেয়ারম্যান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু ভবতোষ কুমার মন্ডল।