শোকাবহ আগস্ট উপলক্ষে দিনাজপুরে জাতিরজনকের মুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
- আপডেট সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ১৪৩ বার পঠিত
দিনাজপুর শোকাবহ আগষ্ট মাস । বাঙ্গালীর জাতীয় জীবনে বেদনাবিধুর মাস, আগষ্ট মানেই শোকের মাস,বেদনার মাস। ।
এই মাসে বাঙ্গালীর অবিসংবাদিত নেতা জাতির জনককে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। আগষ্টের প্রথম দিনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে দিনাজপুর প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালো জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্যরা।
আজ মঙ্গলবার সকাল ৯টায় প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ব্যানারে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা , শিশু কিশোর মেলার সভাপতি শাহজাহান নভেল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাধারন সম্পাদক মুনিরুজ্জামান জুয়েল, ,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ,বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন প্রমুখ ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শোকের মাসে প্রত্যয় ও শপথে শোককে শক্তিতে পরিণত করার অভয়মন্ত্রে আবার উদ্দীপিত হবে বাঙ্গালী জাতি।
প্রথম দিনের কর্মসুচিতে শিশু কিশোর মেলার সদস্যারা ছাড়াও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।