সংবাদ শিরোনাম ::
শেরপুরে ৭০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১
শেখ সাঈদ আহম্মেদ সাবাব- শেরপুর:
- আপডেট সময় : ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ৬০ বার পঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে তাকে মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঞ্জুরুল শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর পৌণে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় থানা-পুলিশের একটি দল চেকপোস্ট ডিউটি করছিল।
ওইসময় সিএনজিযোগে পরিবহনকালে রয়েল স্ট্যাজ ব্র্যান্ডের ৭৫০ মিলির ৪৬ বোতল ও রয়েল চ্যালেঞ্জার ব্র্যান্ডের ৭৫০ মিলির ২৪ বোতলসহ মোট ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলামকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান,এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।