বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শেরপুর জেলা আওয়ামীলীগ।
আজ ২৮ অক্টোবর বিকেলে শহরের নিউ মার্কেট থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্থানীয় নিউ মার্কেট মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, সুব্রত কুমার ভানু, দেবাশীষ ভট্টাচার্য, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, আজকে যেভাবে বিএনপি-জামাত মিলে যে তাণ্ডবলীলা চালিয়েছে সেটা মেনে নেয়া যায় না। সমাবেশে আগামীকাল সকল নেতাকর্মিদের মাঠে থাকার আহবান জানিয়ে বক্তব্য রাখেন