সুষ্ঠু ক্রীড়া চর্চায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শেরপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর বিকেলে শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম পরিষদের সম্মুখে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এসময় উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুল হাই, সেলিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শরিফুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দুই শতাধিক স্কুল কলেজের ছাত্রদের মধ্যে ফুটবল, বুট, জার্সি, ক্রিকেট ব্যাট,প্যাডসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে চাই। অসুস্থ সংস্কৃতীক চর্চা না করে খেলার মাঠে আসার জন্য সকল শিশু কিশোর ও যুবকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমরা মেসির মতো খেলোয়াড় তৈরি করতে চাই।