ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমি উত্তরবঙ্গে এসেছি আপনাদের কথা শোনার জন্য, পরে যা বললেন : উপদেষ্টা আসিফ মাহমুদ সাতক্ষীরা সীমান্ত থেকে বর্ডার গার্ড বিজিবির হাতে ১০ বোতল মদ জব্দ ছোটদের বড় নির্বাচন গোয়ালন্দে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পদ্মা- যমুনার বাল্কহেডে চাঁদা বাজি, আটক ৫ দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ যেনো ব্যাবসায়ীদের নেশায় পরিনত হয়েছে বালিয়াকান্দিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবহাটায় মাছের পাশাপাশি ভেঁড়িতে অসময়ে তরমুজ চাষে স্বাবলম্বী গোলাম রব্বানী তথ্যমেলায় মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী প্রচার: আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শেরপুরে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেখ সাঈদ আহম্মেদ সাবাব-শেরপুর :
  • আপডেট সময় : ০৭:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৭৯ বার পঠিত

 

শেরপুরে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার(২১ মার্চ) দুপুরে জেলা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে শহরের শহীদ বুলবুল সড়কের হোটেল ফ্রিডমের তিনতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির নাম মাসুদ (৪৫)। তিনি জেলার শ্রীবরদী উপজেলার বাকসাবাইদ গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে। তিনি ব্যবসায়ী পরিচয় দিয়ে দুই মাস যাবৎ ওই হোটেলের তিনতলায় থাকছিলেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মাসুদ ব্যবসায়ী পরিচয় দিয়ে গত ২৫ জানুয়ারি থেকে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কের ফ্রিডম আবাসিক হোটেলের তিনতলায় ২২ নম্বর কক্ষ ভাড়া নিয়ে সেখানে থাকছিলেন। সোমবার সকাল থেকে মাসুদ কল রিসিভ না করায় সন্ধ্যায় তাঁর ভায়রা ওই হোটেলে গিয়ে খোঁজ নেন।

পরে হোটেলের কর্মচারীরাসহ তিনি মাসুদকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণেও দরজা না খোলায় সদর থানায় খবর দেন তাঁরা। পরে পুলিশ এসে দরজা ভেঙে কক্ষের ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাসুদের মৃতদেহ দেখতে পান। পরে মাসুদের মরদেহ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘খবর পেয়ে হোটেলের রুমের দরজা ভেঙে মাসুদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি।’

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর একটি সাধারণ ডায়েরি করার পর জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের লোকজন মরদেহ দাফন-কাফনের পর থানায় এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

শেরপুরে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

শেরপুরে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার(২১ মার্চ) দুপুরে জেলা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে শহরের শহীদ বুলবুল সড়কের হোটেল ফ্রিডমের তিনতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির নাম মাসুদ (৪৫)। তিনি জেলার শ্রীবরদী উপজেলার বাকসাবাইদ গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে। তিনি ব্যবসায়ী পরিচয় দিয়ে দুই মাস যাবৎ ওই হোটেলের তিনতলায় থাকছিলেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মাসুদ ব্যবসায়ী পরিচয় দিয়ে গত ২৫ জানুয়ারি থেকে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কের ফ্রিডম আবাসিক হোটেলের তিনতলায় ২২ নম্বর কক্ষ ভাড়া নিয়ে সেখানে থাকছিলেন। সোমবার সকাল থেকে মাসুদ কল রিসিভ না করায় সন্ধ্যায় তাঁর ভায়রা ওই হোটেলে গিয়ে খোঁজ নেন।

পরে হোটেলের কর্মচারীরাসহ তিনি মাসুদকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণেও দরজা না খোলায় সদর থানায় খবর দেন তাঁরা। পরে পুলিশ এসে দরজা ভেঙে কক্ষের ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাসুদের মৃতদেহ দেখতে পান। পরে মাসুদের মরদেহ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘খবর পেয়ে হোটেলের রুমের দরজা ভেঙে মাসুদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি।’

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর একটি সাধারণ ডায়েরি করার পর জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের লোকজন মরদেহ দাফন-কাফনের পর থানায় এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।