ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

শাপলা ফুলের সৌন্দর্য; কালের বিবর্তনে ধীরে ধীরে শাপলার রাজত্ব যেন হারিয়ে যেতে বসেছে

মো: আরিফুল ইসলাম - খাগড়াছড়ি :
  • আপডেট সময় : ০৬:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৪৫৫ বার পঠিত

বাংলার খাল-বিল, পুকুর-জলাশয়ে ফোটে শাপলা ফুল। মাটিরাঙ্গার বিভিন্ন জলাশয়ে দেখা মেলে শাপলা ফুলের। সাদা শাপলার পাশাপাশি শীতের এই সময়ে বেশি দেখা যায় লাল শাপলা। শাপলার সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে উপযুক্ত সময় ভোরবেলা। এই শাপলার ছবি সম্প্রতি মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়ন এর ডাকবাংলা এলাকা থেকে তোলা হয়েছে।

যে দিকে চোখ মেলে তাকাবেন-শুধু সবুজের অপরুপ শোভা চারিদিকে সবুজ পাহাড় ও ফসলের ক্ষেত পাহাড়ের মাঝে মাঝে এক খন্ড জলাভূমিতে শাপলা ফুলের সমারোহ। এক দেখাতেই পানির ওপর ফুটে থাকা শাপলা ফুলের নজরকাড়া সৌন্দর্য মুগ্ধ করবে। চোখ জুড়ে যায়। না দেখলে বিধাতার এই সৌন্দর্য অনুমান করা যায় না। সবুজ ডগায় ফোটা শাপলার গালিচা দেখতে হলে আপনাকে যেতে হবে ডাকবাংলাতে। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ডাকবাংলা বাজারে পাশে এ লেকের অবস্থান।

এই লেকে ফুটেছে চোখে লাগার মতো শাপলা ফুল। দূর থেকে দেখা মাত্র মনের মাধুরি থেকে বেরিয়ে আসবে ‘কি অপরূপ সৌন্দর্য!’। হয়তো মনের অজান্তেই গুনগুনিয়ে গেয়ে উঠবেন- ‘তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন… আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারাক্ষণ’।

এ লেকের চারদিকে গাছে গাছে পাখির কোলাহল শোনা যায়, ভাগ্য ভালো থাকলে হঠাৎ দেখা যেতে পারে বন্য বানরের দুষ্টুমি। গাছের এ ডাল থেকে অন্য ডালে লাফাতে দেখলে ভালই লাগবে। শাপলা এক প্রকার জলজ উদ্ভিদ ও ফুল। শাপলা ফুল বাংলাদেশ ও শ্রীলংকার জাতীয় ফুল।

একসময় দেশের গ্রামীণ এলাকার ডোবা-নালা, খাল-বিল, জলাশয়ে শাপলা ফুল দেখা যেতো। কালের বিবর্তনে ধীরে ধীরে শাপলার রাজত্ব যেন হারিয়ে যেতে বসেছে।

শাপলা ফুলের সৌন্দর্য; কালের বিবর্তনে ধীরে ধীরে শাপলার রাজত্ব যেন হারিয়ে যেতে বসেছে

আপডেট সময় : ০৬:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

বাংলার খাল-বিল, পুকুর-জলাশয়ে ফোটে শাপলা ফুল। মাটিরাঙ্গার বিভিন্ন জলাশয়ে দেখা মেলে শাপলা ফুলের। সাদা শাপলার পাশাপাশি শীতের এই সময়ে বেশি দেখা যায় লাল শাপলা। শাপলার সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে উপযুক্ত সময় ভোরবেলা। এই শাপলার ছবি সম্প্রতি মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়ন এর ডাকবাংলা এলাকা থেকে তোলা হয়েছে।

যে দিকে চোখ মেলে তাকাবেন-শুধু সবুজের অপরুপ শোভা চারিদিকে সবুজ পাহাড় ও ফসলের ক্ষেত পাহাড়ের মাঝে মাঝে এক খন্ড জলাভূমিতে শাপলা ফুলের সমারোহ। এক দেখাতেই পানির ওপর ফুটে থাকা শাপলা ফুলের নজরকাড়া সৌন্দর্য মুগ্ধ করবে। চোখ জুড়ে যায়। না দেখলে বিধাতার এই সৌন্দর্য অনুমান করা যায় না। সবুজ ডগায় ফোটা শাপলার গালিচা দেখতে হলে আপনাকে যেতে হবে ডাকবাংলাতে। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ডাকবাংলা বাজারে পাশে এ লেকের অবস্থান।

এই লেকে ফুটেছে চোখে লাগার মতো শাপলা ফুল। দূর থেকে দেখা মাত্র মনের মাধুরি থেকে বেরিয়ে আসবে ‘কি অপরূপ সৌন্দর্য!’। হয়তো মনের অজান্তেই গুনগুনিয়ে গেয়ে উঠবেন- ‘তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন… আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারাক্ষণ’।

এ লেকের চারদিকে গাছে গাছে পাখির কোলাহল শোনা যায়, ভাগ্য ভালো থাকলে হঠাৎ দেখা যেতে পারে বন্য বানরের দুষ্টুমি। গাছের এ ডাল থেকে অন্য ডালে লাফাতে দেখলে ভালই লাগবে। শাপলা এক প্রকার জলজ উদ্ভিদ ও ফুল। শাপলা ফুল বাংলাদেশ ও শ্রীলংকার জাতীয় ফুল।

একসময় দেশের গ্রামীণ এলাকার ডোবা-নালা, খাল-বিল, জলাশয়ে শাপলা ফুল দেখা যেতো। কালের বিবর্তনে ধীরে ধীরে শাপলার রাজত্ব যেন হারিয়ে যেতে বসেছে।