বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ) বেলা ১১ টায় শহরের ঐতিহ্যবাহী মিঠাপুকুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস। প্রতিযোগিতায় মোট ২৪ জন সাঁতারুর অংশগ্রহণে তিনটি গ্রুপে প্রতিযোগিরা অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
ছাত্রদল নেতা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সম্পাদক সেকেন্দার হোসেন, সদর থানার আহবায়ক ডাঃ হাবিবুর রহমান সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা শেখ মঈন উদ্দিন আহমেদ, ছাত্রদল নেতা আল ইমরান প্রমুখ।
সাঁতার প্রতিযোগিতার আয়োজক ছাত্র নেতা আল মামুন বলেন, সুস্থ-সবল মেধাবী একটি জাতি গঠনে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। ৭১এর মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মানে আমাদের নেতা জনাব তারেক রহমান ৩১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন । তরুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করে সুস্থ ও জ্ঞানভিত্তিক বিনোদনের মাধ্যমে একত্রিত করার চেষ্টায় আমাদের আজকের এই আয়োজন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস বলেন, এ ধরনের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করলে একদিকে যেমন খেলোয়াড়দের মধ্যে উৎসাহ বাড়ে অন্যদিকে আয়োজকদের মধ্যে নেতৃত্বের গুনাগুন বাড়ে। কিভাবে একটা আয়োজন করতে হয় সেই দক্ষতা তাদের মধ্যে তৈরি হয়। সুতরাং এই আয়োজন সম্পূর্ণ পজেটিভ। খেলাধুলার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকা প্রয়োজন।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, দীর্ঘদিন বাগেরহাটে কোন খেলাধুলার আয়োজন নেই যার কারণে যুবসমাজ মাদকের দিকে আকৃষ্ট হচ্ছে। ছাত্রদলের উদ্যোগে আজকের এই সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে মানুষের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প
নেই।