নড়াইলের লোহাগড়ায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নাবী পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) মোঃ আজগর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।
এসময় বক্তব্য দেন নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, মাগুরা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মাহাবুব-উল ইসলাম, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা শিমুল কুমার সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মুহাম্মদ ইনায়েত হোসেন প্রমুখ।
এছাড়া উজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন নাবী পাট চাষীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যরা চাষীদের পাট চাষ,জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। সেই সঙ্গে প্রশিক্ষণে অংশ গ্রহনকারী সবাইকে সম্মানি ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।