দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের নির্বাচন আগামীকাল।
এরি ধারাবাহিকতায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নীং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিস নির্বাচন আয়োজন ও মালামাল বিতরণে ইতিমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে।
আগামীকাল রবিবার ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। আজ শনিবার (৬ জানুয়ারী) ১১টা থেকে উপজেলার বিভিন্নকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের কার্যালয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলায় ৮৮হাজার ৭শত ৬০ জন ভোটারের মধ্যে ৪৫ হাজার ১শত ৫৩ জন পুরুষ এবং ৪৩ হাজার ৬শত ৭জন মহিলা ভোটারের জন্য ৩২ টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে।মাটিরাঙ্গার ৩২ কেন্দ্রে সরঞ্জাম যাবে আজ। উপজেলার দূরবর্তী ৯টি কেন্দ্রসমূহে ব্যালট যাবে আজ, তবলছড়ি ও তাইন্দং'র ৮টি কেন্দ্রের ব্যালট ৪স্তরের নিরাপত্তার মধ্যে তাইন্দং উচ্চ বিদ্যালয়ে রক্ষিত থাকবে ভোরে এসব ব্যলট কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। উপজেলা থেকে নিকটবর্তী ১৫ টি কেন্দ্রে ব্যলাট যাবে আগামীকাল ভোরে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে মাটিরাঙ্গা উপজেলায় একটি অবাধ নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও
সহ- রির্টানিং কর্মকর্তা ডেজী চক্রবর্তী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪ স্তরের নিরাপত্তা বলয়সহ ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে দূরবর্তী কেন্দ্রসমূহে আজ ভোটের সরঞ্জাম যাবে। একইসাথে কম দূরবর্তী এলাকাসমূহে আগামীকাল ভোরে সরঞ্জাম যাবে।