রাজবাড়ী জেলা সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক দুটি শিশু ধর্ষন চেষ্টায় গ্রেপ্তার-২
- আপডেট সময় : ১০:৩১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত
রাজবাড়ী গোয়ালন্দে পৃথক দুটি শিশু ধর্ষনের চেষ্টা মামলায় উভয় থানায় মামলা দায়েরের পর আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজ ইসলাম শুভ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।সে রাজবাড়ী সদর উপজেলার চর ধুঞ্চি (সিলিমপুর) গ্রামের মোঃ টোকন মিয়ার ছেলে।
এদিকে গোয়ালন্দের একটি কিন্ডার গার্টেন স্কুলের প্লে গ্রুপের ৫ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার বিকালে ঝিলোন শেখ নামের এক যুবকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের জালাল শেখের ছেলে।ঘটনার শিকার শিশুকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ হাসপাতালে ভর্তি অসুস্থ্য ওই শিশুর মা জানান, শুক্রবার বেলা ২টার দিকে আমার মেয়ে খেলতে যায়। খেলার ফাঁকে ঝিলোন নামে এক যুবক তার মেয়েকে নির্জন একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় তার মেয়ে কান্নাকাটিসহ চিৎকার করলে ঝিলোন পালিয়ে যায়। পরে তার মেয়ে বাড়িতে ফিরে কান্নাকাটি করতে থাকলে তিনি জিজ্ঞেসাবাদ করে ঘটনা জানতে পারেন। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন তিনি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়। সেই সাথে আসামীকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।শনিবার বিকালে অভিযুক্ত ঝিলোনকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন বলেন,একটি শিশু বাচ্চাকে ধর্ষেনের চেষ্টা করায় আসামী রাজ ইসলাম শুভ নামের এক যুবক কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশু বাচ্চার মা বাদী হয়ে থানায় মামলা করলে গত রাতে রাজ ইসলাম শুভ(১৯) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।