রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আপডেট সময় : ১২:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৬৭ বার পঠিত
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
তারমধ্যে একজন ট্রাকের হেলপার সাকিব (২০)। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে আলাদীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় বিএম নাজিমউদ্দিন (৫০) নামে একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, রাজবাড়ী সদর শ্রীপুর মুন্সিপাড়া আহেজ ব্যাপারীর ছেলে রাজু (৪০), বসন্তপুরের বিএম নাজিম উদ্দিন (৫০), কল্যানপুরের বেলায়েত হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও কুষ্টিয়া আমলার মোহদিয়ার দাখিল উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৩০)।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক আলাদীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আসলে বিপরীত দিক থেকে ফরিদপুরগামী আমানত শাহ নামের একটি যাত্রিবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আর সড়কের পাশের খালে উল্টে পড়ে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের হেলপার সাকিবের মৃত্যু হয়। আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।