রাজবাড়ীতে ২২৩ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
- আপডেট সময় : ০৩:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৩২০ বার পঠিত
” নতুন বছরে নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন” এই স্লোগানে রাজবাড়ীতে সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সকাল এগার টায় বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
এসময় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ২ শ ৬০ জন ও রাজবাড়ী সরকারী বালিকা বিদ্যালয়ে ১ হাজার ২ শ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়।জেলার ৫ টি উপজেলায় সরকারী, বেসরকারী, মাদ্রাসা ও কারিগরী সহ ২২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ১৪ লক্ষ নতুন বই বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহাগ হোসেন, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান,
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান,রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস প্রমূখ।