রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন
- আপডেট সময় : ১১:০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৩৪৬ বার পঠিত
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত৷ বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এসময় জেলা প্রশাসক,স্থানীয় সাংসদ,জেলা জজ,জেলা পুলিশ,সরকারী ও বেসরকারী দপ্তর,সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠা সহ সর্বস্তরের জন সাধারন পুষ্পমাল্য অর্পন করেন।
এর আগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলীয় নেতা কর্মিরা।
এসময় বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী,রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম,জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছাঃ জাকিয়া পারভিন,জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী,সহ সভাপতি আকবর আলী মর্জি,ফকির আব্দুল জব্বার,মহম্মদ আলী চৌধুরী ও যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমূখ।