ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ পাইকগাছার গদাইপুরে গনশুনানী অনুষ্ঠিত জনগণের আস্থা পেলে ধানের শীষের জয় সুনিশ্চিত: ডাঃ এ জেড এম জাহিদ টঙ্গি ইজতেমা হামলার প্রতিবাদে হিলিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ৩১দফা অবহিতকরণে আত্রাইয়ে সাহাগোলা ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাটে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ইসরাইল, সম্পাদক সুজন খানসামায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট নওগাঁয় মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতায় সদর একাদশ বিজয়ী যশোর-বেনাপোল মহাসড়কে বাস দুর্ঘটনা: একজন নিহত গোয়ালন্দ বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে গরম ডাল ছুরে ঝলস দিল এক নারীকে

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৯০ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পারশাদীপুরে বাড়ীর গাছ কাটা নিয়ে মোছা. জান্নাতুল নামে এক নারীর শরীর ঝলসে দিয়েছে তার জা, ভাসুর, দুই ছেলে ও শ্বাশুড়ি।

রবিবার বিকালে সাড়ে চারটার দিকে মূলঘর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পারশাদীপুর গ্রামের মো. মুকুল মন্ডলের স্ত্রী জান্নাতুল কাজ করছিলেন।এদিকে তার ভাসুরের ছেলে আলামিন ও আমজাদ মন্ডল মুকুল মন্ডলের জমির অংশ থেকে কদম গাছ কাটছিলেন।সে সময় মুকুল মন্ডলের স্ত্রী কদম গাছের পাশে থাকা বাতাবীলেবু গাছ ও কাটলে একটি রান্নাঘর তুলতে সুবিধা হত বল্লে তার ভাসুরের ছেলে এসে বকাবাজি করতে থাকে।এসময় সে বকাবাজি করতে নিষেধ করলে তার জা আমেনা বেগম রান্না ঘর থেকে রান্ন করা গরম ডাল ছুড়ে দেয় ও তার ভাসুরের দুই ছেলে মারতে থাকে।পরে তার স্বামী ঠেকাতে আসলে তাকেও মারপিট করে আহত করে। এসময় গরম ডালে জান্না্তুলের বাম হাতে কনুই থেকে কবজি পর্যন্ত বেশির ভাগ অংশ ঝলসে যায়। বর্তমানে মোছা. জান্নাতুল সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার বিকালে সদর থানায় জান্নাতুল বাদী হয়ে তার ভাসুর আজিবর মন্ডল,জা আমেনা বেগম,তার দুই ভাতিজা আলআমিন ও আমজাদ মন্ডলের নামে বাদী হয়ে অভিযোগ করেন।

ঝলসে যাওয়া মোছা. জান্নাতুল বলেন, আমার স্বামীর জায়গা থেকে গাছ কেটেছে।আমি তখন তাদের বাতাবীলপবু গাছটিও কাটলে ভালো হত বললে আমাকে আমার ভাসুরের ছেলেরা বকাবাজি করে।পরে আমার ভাসুর, জা ও তার দুই ছেলে মারধর করে ও আমার শরীরে গরম রান্নাকরা ডাল ছুড়ে মারলে আমার হাত ঝলসে যায়।আমি সদর থানায় অভিযোগ করেছি।
আমি এর সুষ্ঠু বিচার চাই। যারা আমাকে কোন অভিযোগ অপরাধ ছাড়াই আমাকে মারপিট ও শরীর ঝলসে দিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবী জানাই প্রশাসনের কাছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার আলম প্রধান জানান,মূলঘর থেকে এক নারীকে মারধর ও গরম ডালে ঝলসে দেওয়ার অভিযোগ পেয়েছি।অভিযোগ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

রাজবাড়ীতে গরম ডাল ছুরে ঝলস দিল এক নারীকে

আপডেট সময় : ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পারশাদীপুরে বাড়ীর গাছ কাটা নিয়ে মোছা. জান্নাতুল নামে এক নারীর শরীর ঝলসে দিয়েছে তার জা, ভাসুর, দুই ছেলে ও শ্বাশুড়ি।

রবিবার বিকালে সাড়ে চারটার দিকে মূলঘর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পারশাদীপুর গ্রামের মো. মুকুল মন্ডলের স্ত্রী জান্নাতুল কাজ করছিলেন।এদিকে তার ভাসুরের ছেলে আলামিন ও আমজাদ মন্ডল মুকুল মন্ডলের জমির অংশ থেকে কদম গাছ কাটছিলেন।সে সময় মুকুল মন্ডলের স্ত্রী কদম গাছের পাশে থাকা বাতাবীলেবু গাছ ও কাটলে একটি রান্নাঘর তুলতে সুবিধা হত বল্লে তার ভাসুরের ছেলে এসে বকাবাজি করতে থাকে।এসময় সে বকাবাজি করতে নিষেধ করলে তার জা আমেনা বেগম রান্না ঘর থেকে রান্ন করা গরম ডাল ছুড়ে দেয় ও তার ভাসুরের দুই ছেলে মারতে থাকে।পরে তার স্বামী ঠেকাতে আসলে তাকেও মারপিট করে আহত করে। এসময় গরম ডালে জান্না্তুলের বাম হাতে কনুই থেকে কবজি পর্যন্ত বেশির ভাগ অংশ ঝলসে যায়। বর্তমানে মোছা. জান্নাতুল সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার বিকালে সদর থানায় জান্নাতুল বাদী হয়ে তার ভাসুর আজিবর মন্ডল,জা আমেনা বেগম,তার দুই ভাতিজা আলআমিন ও আমজাদ মন্ডলের নামে বাদী হয়ে অভিযোগ করেন।

ঝলসে যাওয়া মোছা. জান্নাতুল বলেন, আমার স্বামীর জায়গা থেকে গাছ কেটেছে।আমি তখন তাদের বাতাবীলপবু গাছটিও কাটলে ভালো হত বললে আমাকে আমার ভাসুরের ছেলেরা বকাবাজি করে।পরে আমার ভাসুর, জা ও তার দুই ছেলে মারধর করে ও আমার শরীরে গরম রান্নাকরা ডাল ছুড়ে মারলে আমার হাত ঝলসে যায়।আমি সদর থানায় অভিযোগ করেছি।
আমি এর সুষ্ঠু বিচার চাই। যারা আমাকে কোন অভিযোগ অপরাধ ছাড়াই আমাকে মারপিট ও শরীর ঝলসে দিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবী জানাই প্রশাসনের কাছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার আলম প্রধান জানান,মূলঘর থেকে এক নারীকে মারধর ও গরম ডালে ঝলসে দেওয়ার অভিযোগ পেয়েছি।অভিযোগ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।