ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

রাজবাড়ীতে গরম ডাল ছুরে ঝলস দিল এক নারীকে

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৫১ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পারশাদীপুরে বাড়ীর গাছ কাটা নিয়ে মোছা. জান্নাতুল নামে এক নারীর শরীর ঝলসে দিয়েছে তার জা, ভাসুর, দুই ছেলে ও শ্বাশুড়ি।

রবিবার বিকালে সাড়ে চারটার দিকে মূলঘর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পারশাদীপুর গ্রামের মো. মুকুল মন্ডলের স্ত্রী জান্নাতুল কাজ করছিলেন।এদিকে তার ভাসুরের ছেলে আলামিন ও আমজাদ মন্ডল মুকুল মন্ডলের জমির অংশ থেকে কদম গাছ কাটছিলেন।সে সময় মুকুল মন্ডলের স্ত্রী কদম গাছের পাশে থাকা বাতাবীলেবু গাছ ও কাটলে একটি রান্নাঘর তুলতে সুবিধা হত বল্লে তার ভাসুরের ছেলে এসে বকাবাজি করতে থাকে।এসময় সে বকাবাজি করতে নিষেধ করলে তার জা আমেনা বেগম রান্না ঘর থেকে রান্ন করা গরম ডাল ছুড়ে দেয় ও তার ভাসুরের দুই ছেলে মারতে থাকে।পরে তার স্বামী ঠেকাতে আসলে তাকেও মারপিট করে আহত করে। এসময় গরম ডালে জান্না্তুলের বাম হাতে কনুই থেকে কবজি পর্যন্ত বেশির ভাগ অংশ ঝলসে যায়। বর্তমানে মোছা. জান্নাতুল সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার বিকালে সদর থানায় জান্নাতুল বাদী হয়ে তার ভাসুর আজিবর মন্ডল,জা আমেনা বেগম,তার দুই ভাতিজা আলআমিন ও আমজাদ মন্ডলের নামে বাদী হয়ে অভিযোগ করেন।

ঝলসে যাওয়া মোছা. জান্নাতুল বলেন, আমার স্বামীর জায়গা থেকে গাছ কেটেছে।আমি তখন তাদের বাতাবীলপবু গাছটিও কাটলে ভালো হত বললে আমাকে আমার ভাসুরের ছেলেরা বকাবাজি করে।পরে আমার ভাসুর, জা ও তার দুই ছেলে মারধর করে ও আমার শরীরে গরম রান্নাকরা ডাল ছুড়ে মারলে আমার হাত ঝলসে যায়।আমি সদর থানায় অভিযোগ করেছি।
আমি এর সুষ্ঠু বিচার চাই। যারা আমাকে কোন অভিযোগ অপরাধ ছাড়াই আমাকে মারপিট ও শরীর ঝলসে দিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবী জানাই প্রশাসনের কাছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার আলম প্রধান জানান,মূলঘর থেকে এক নারীকে মারধর ও গরম ডালে ঝলসে দেওয়ার অভিযোগ পেয়েছি।অভিযোগ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

রাজবাড়ীতে গরম ডাল ছুরে ঝলস দিল এক নারীকে

আপডেট সময় : ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পারশাদীপুরে বাড়ীর গাছ কাটা নিয়ে মোছা. জান্নাতুল নামে এক নারীর শরীর ঝলসে দিয়েছে তার জা, ভাসুর, দুই ছেলে ও শ্বাশুড়ি।

রবিবার বিকালে সাড়ে চারটার দিকে মূলঘর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পারশাদীপুর গ্রামের মো. মুকুল মন্ডলের স্ত্রী জান্নাতুল কাজ করছিলেন।এদিকে তার ভাসুরের ছেলে আলামিন ও আমজাদ মন্ডল মুকুল মন্ডলের জমির অংশ থেকে কদম গাছ কাটছিলেন।সে সময় মুকুল মন্ডলের স্ত্রী কদম গাছের পাশে থাকা বাতাবীলেবু গাছ ও কাটলে একটি রান্নাঘর তুলতে সুবিধা হত বল্লে তার ভাসুরের ছেলে এসে বকাবাজি করতে থাকে।এসময় সে বকাবাজি করতে নিষেধ করলে তার জা আমেনা বেগম রান্না ঘর থেকে রান্ন করা গরম ডাল ছুড়ে দেয় ও তার ভাসুরের দুই ছেলে মারতে থাকে।পরে তার স্বামী ঠেকাতে আসলে তাকেও মারপিট করে আহত করে। এসময় গরম ডালে জান্না্তুলের বাম হাতে কনুই থেকে কবজি পর্যন্ত বেশির ভাগ অংশ ঝলসে যায়। বর্তমানে মোছা. জান্নাতুল সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার বিকালে সদর থানায় জান্নাতুল বাদী হয়ে তার ভাসুর আজিবর মন্ডল,জা আমেনা বেগম,তার দুই ভাতিজা আলআমিন ও আমজাদ মন্ডলের নামে বাদী হয়ে অভিযোগ করেন।

ঝলসে যাওয়া মোছা. জান্নাতুল বলেন, আমার স্বামীর জায়গা থেকে গাছ কেটেছে।আমি তখন তাদের বাতাবীলপবু গাছটিও কাটলে ভালো হত বললে আমাকে আমার ভাসুরের ছেলেরা বকাবাজি করে।পরে আমার ভাসুর, জা ও তার দুই ছেলে মারধর করে ও আমার শরীরে গরম রান্নাকরা ডাল ছুড়ে মারলে আমার হাত ঝলসে যায়।আমি সদর থানায় অভিযোগ করেছি।
আমি এর সুষ্ঠু বিচার চাই। যারা আমাকে কোন অভিযোগ অপরাধ ছাড়াই আমাকে মারপিট ও শরীর ঝলসে দিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবী জানাই প্রশাসনের কাছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার আলম প্রধান জানান,মূলঘর থেকে এক নারীকে মারধর ও গরম ডালে ঝলসে দেওয়ার অভিযোগ পেয়েছি।অভিযোগ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।