সংবাদ শিরোনাম ::
রংপুর মহানগরী থেকে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
প্রতিদিনের খবর ডেস্ক ::
- আপডেট সময় : ০৭:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১১৩ বার পঠিত
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সোমবার (১১ নভেম্বর) দুপুর ১ টায় র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন রংপুর-পীরগঞ্জ হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ০২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার বিরামপুর থানার কুন্দন হাট গ্রামের বাবুলের মেয়ে মোছাঃ বাবলী (৩০) এবং হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত আসলাম আলীর মেয়ে উর্মি আক্তার (৩৫)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামীদ্বয়’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।