ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় মাছের পাশাপাশি ভেঁড়িতে অসময়ে তরমুজ চাষে স্বাবলম্বী গোলাম রব্বানী তথ্যমেলায় মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী প্রচার: আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ পাইকগাছার গদাইপুরে গনশুনানী অনুষ্ঠিত জনগণের আস্থা পেলে ধানের শীষের জয় সুনিশ্চিত: ডাঃ এ জেড এম জাহিদ টঙ্গি ইজতেমা হামলার প্রতিবাদে হিলিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ৩১দফা অবহিতকরণে আত্রাইয়ে সাহাগোলা ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাটে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ইসরাইল, সম্পাদক সুজন

রংপুরে আসছেন প্রধানমন্ত্রী, ১ হাজার ২৪০ কোটি টাকা ব্যয়ে করবেন ২৭ প্রকল্পের উদ্বোধন”

রুবেল হোসাইন (সংগ্রাম)-রংপুর:
  • আপডেট সময় : ০৩:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ২২৭ বার পঠিত

বুধবার ২ আগষ্ট রংপুরে আসছেন রংপুরের পুত্রবধূ,বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭ টি প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়াও নতুন করে আরোও ৫ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের একাধিক জেলা ও কেন্দ্রীয় নেতা।

এদিকে রংপুর জেলা স্কুল মাঠের জনসভায় প্রধানমন্রীর সফরে আর কি কি থাকছে রংপুরবাসীর জন্য তা নির্দিষ্ট করে তেমন কেউ বলতে পারেননি। তবে বিভিন্ন সূত্রমতে তিস্তা মহাপরিকল্পনা, পীরগন্জ থেকে কয়লা উত্তলন, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা, শ্যামপুর সুগার মিল চালু,বিভিন্ন মেগা প্রকল্প চালুসহ অর্থনৈতিক অঞ্চল ঘোষণার বিষয়টি গুরুত্ব পেতে পারে।

রংপুর জেলা প্রশাসকসূত্রে জানা গিয়েছে, শেখ রাসেল মিডিয়া সেন্টার, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, শেখ রাসেল সুইমিং পুল,বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, পীরগন্জে বিভিন্ন খাল ও জলাবদ্ধতা নিরসন, পালীচড়া স্টেডিয়াম, নলেয়া খাল পূর্ণখনন,আলাইকুমারি নদী পূর্ণখনন, পীরগাছা চৌধুরানী থেকে শঠিবাড়ী পর্যন্ত ৫৭৯ আরএইডি সড়ক নির্মাণ,পীরগন্জ খালাশপীর হইতে ভেন্ডাবাড়ী জিসি সড়ক পূর্ণ সংস্করণ, কাউনিয়া উপজেলার টেপামধুপুর জিসি থেকে পাওটানা জিসি ভায়ারহাট সড়ক পূর্ণবাসন,মিঠাপুকুরের জায়গীরহাট পীরগাছা ভায়া বালারহাট সড়কের গোপালগঞ্জ ঘাটে ঘাঘট নদীর উপর ৯৬ মিটার গার্ডার পিএসসি ব্রিজ নির্মাণ,গংগাচড়ার বুড়ির হাট জিসি-কাকিনা আরএইডি সড়কে ৪০ মিটার আরসিসি ভেরিয়েবল ডেপথ গার্ডার ব্রিজ নির্মাণ,কাউনিয়া তিনতলা পল্লীমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাম ফ্লাড শেল্টার নির্মাণ,রংপুর মেডিকেল কলেজ মাল্টিপারপাস ভবন নির্মাণ, বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) অফিস ভবন, মিঠাপুকুর হেলেঞ্চা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র, পীরগন্জের চতরায় ১০ শয্যাবিশিষ্ট মা-ও- শিশুকল্যাণ কেন্দ্র,পায়রাবন্দ ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট বেগম রোকেয়া মডার্ন হাসপাতাল, পীরগন্জের খালাশপীরে ১০ শয্যা বিশিষ্ট মা-ও- শিশু কল্যাণ কেন্দ্র, পীরগন্জের মাদারগঞ্জে ১০ শয্যা বিশিষ্ট মাও শিশু কেন্দ্র, রংপুর সিটি বাস টার্মিনাল নির্মাণ,চিথলি বিল পূর্ণখনন, নৈমুন্না বিল পূর্ণখনন,রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডে গ্যাসফন্ট প্লান্ট ও ষ্টোর ইয়ার্ড নির্মাণ,ভারারদাহ বিল,পাটোয়া কামরী বিল পূর্ণখনন ইত্যাদি।

এছাড়া উদ্বোধন করার কথা রয়েছে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ,বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় রংপুর আঞ্চলিক কার্যালয়,বিটাক কেন্দ্র স্হাপন, রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন এবং লেডিস হোষ্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন। রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক-মোতাহার হোসেন মন্ডল মওলা জানান, প্রধানমন্ত্রীর কাছে আমরা যা চাইবো তার চেয়ে বেশি পাবো। কেননা তিনি না চাইতেই ইতিমধ্যে রংপুর বাসীকে অনেক কিছু দিয়েছেন।

ট্যাগস :

রংপুরে আসছেন প্রধানমন্ত্রী, ১ হাজার ২৪০ কোটি টাকা ব্যয়ে করবেন ২৭ প্রকল্পের উদ্বোধন”

আপডেট সময় : ০৩:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

বুধবার ২ আগষ্ট রংপুরে আসছেন রংপুরের পুত্রবধূ,বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭ টি প্রকল্প উদ্বোধন করবেন। এছাড়াও নতুন করে আরোও ৫ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের একাধিক জেলা ও কেন্দ্রীয় নেতা।

এদিকে রংপুর জেলা স্কুল মাঠের জনসভায় প্রধানমন্রীর সফরে আর কি কি থাকছে রংপুরবাসীর জন্য তা নির্দিষ্ট করে তেমন কেউ বলতে পারেননি। তবে বিভিন্ন সূত্রমতে তিস্তা মহাপরিকল্পনা, পীরগন্জ থেকে কয়লা উত্তলন, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা, শ্যামপুর সুগার মিল চালু,বিভিন্ন মেগা প্রকল্প চালুসহ অর্থনৈতিক অঞ্চল ঘোষণার বিষয়টি গুরুত্ব পেতে পারে।

রংপুর জেলা প্রশাসকসূত্রে জানা গিয়েছে, শেখ রাসেল মিডিয়া সেন্টার, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, শেখ রাসেল সুইমিং পুল,বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, পীরগন্জে বিভিন্ন খাল ও জলাবদ্ধতা নিরসন, পালীচড়া স্টেডিয়াম, নলেয়া খাল পূর্ণখনন,আলাইকুমারি নদী পূর্ণখনন, পীরগাছা চৌধুরানী থেকে শঠিবাড়ী পর্যন্ত ৫৭৯ আরএইডি সড়ক নির্মাণ,পীরগন্জ খালাশপীর হইতে ভেন্ডাবাড়ী জিসি সড়ক পূর্ণ সংস্করণ, কাউনিয়া উপজেলার টেপামধুপুর জিসি থেকে পাওটানা জিসি ভায়ারহাট সড়ক পূর্ণবাসন,মিঠাপুকুরের জায়গীরহাট পীরগাছা ভায়া বালারহাট সড়কের গোপালগঞ্জ ঘাটে ঘাঘট নদীর উপর ৯৬ মিটার গার্ডার পিএসসি ব্রিজ নির্মাণ,গংগাচড়ার বুড়ির হাট জিসি-কাকিনা আরএইডি সড়কে ৪০ মিটার আরসিসি ভেরিয়েবল ডেপথ গার্ডার ব্রিজ নির্মাণ,কাউনিয়া তিনতলা পল্লীমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাম ফ্লাড শেল্টার নির্মাণ,রংপুর মেডিকেল কলেজ মাল্টিপারপাস ভবন নির্মাণ, বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) অফিস ভবন, মিঠাপুকুর হেলেঞ্চা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র, পীরগন্জের চতরায় ১০ শয্যাবিশিষ্ট মা-ও- শিশুকল্যাণ কেন্দ্র,পায়রাবন্দ ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট বেগম রোকেয়া মডার্ন হাসপাতাল, পীরগন্জের খালাশপীরে ১০ শয্যা বিশিষ্ট মা-ও- শিশু কল্যাণ কেন্দ্র, পীরগন্জের মাদারগঞ্জে ১০ শয্যা বিশিষ্ট মাও শিশু কেন্দ্র, রংপুর সিটি বাস টার্মিনাল নির্মাণ,চিথলি বিল পূর্ণখনন, নৈমুন্না বিল পূর্ণখনন,রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডে গ্যাসফন্ট প্লান্ট ও ষ্টোর ইয়ার্ড নির্মাণ,ভারারদাহ বিল,পাটোয়া কামরী বিল পূর্ণখনন ইত্যাদি।

এছাড়া উদ্বোধন করার কথা রয়েছে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ,বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় রংপুর আঞ্চলিক কার্যালয়,বিটাক কেন্দ্র স্হাপন, রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন এবং লেডিস হোষ্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন। রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক-মোতাহার হোসেন মন্ডল মওলা জানান, প্রধানমন্ত্রীর কাছে আমরা যা চাইবো তার চেয়ে বেশি পাবো। কেননা তিনি না চাইতেই ইতিমধ্যে রংপুর বাসীকে অনেক কিছু দিয়েছেন।