ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ পাইকগাছার গদাইপুরে গনশুনানী অনুষ্ঠিত জনগণের আস্থা পেলে ধানের শীষের জয় সুনিশ্চিত: ডাঃ এ জেড এম জাহিদ টঙ্গি ইজতেমা হামলার প্রতিবাদে হিলিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ৩১দফা অবহিতকরণে আত্রাইয়ে সাহাগোলা ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাটে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ইসরাইল, সম্পাদক সুজন খানসামায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট নওগাঁয় মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতায় সদর একাদশ বিজয়ী যশোর-বেনাপোল মহাসড়কে বাস দুর্ঘটনা: একজন নিহত গোয়ালন্দ বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে ভূয়া ডিবি পুলিশ আটক- গুলিসহ দেশীয় অস্ত্রসস্ত্র

বিশেষ প্রতিনিধি-
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৮৪ বার পঠিত

যশোর জেলার কোতয়ালী মডেল থানার বেজপাড়া শ্রীধর এলাকায় অভিযান চালিয়ে দুর্জয় বাবু ঘোষ (২২) নামে এক ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশের একটি আভিযানিক দল। আটককালে তার হেফাজত থেকে পুলিশের গুলিসহ দেশীও অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১৩) জুলাই দুপুর ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম (বার)।

এর আগে শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫ টার দিকে বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার তরুন কুমার দে এর বসতবাড়ীর একটি কক্ষ তাকে আটক করা হয়।

আটককৃত দুর্জয় বাবু ঘোষ যশোর জেলার কোতয়ালী থানা হাজী মোহাম্মদ মহাসীন রোড, বড় বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষ এর ছেলে। সে একই থানার বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর বাড়ীর ভাড়াটিয়া।

ডিবি পুলিশ জানায় আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানী সহ অনৈতিক সুবিধা ভোগ করিয়া আসিতেছিল।

ডিবি পুলিশ এসময় আরও জানান- আটককালে তার ভাড়াকৃত কক্ষ থেকে ১ টি ওয়াকিটকি (ওয়ার্লেস) সেট, ২ টি চাইনিজ কুড়াল,২ টি ফালার মাথা,১ টি হাসুয়া,১ টি ছুরি,১ টি পুলিশ রিফ্লেটিং ভেস্ট, ৪ জোড়া পুলিশ হ্যান্ডকাফ, ৫ টি রাবার বুলেট, ১ টি শটগানের (লেড বল) কার্তুজ, ১২ টি শর্টগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয় ।

উক্ত বিষয়ে উপ পুলিশ পরিদর্শক( এসআই মোঃ শাহিনুর রহমান, পিপিএম বাদী হয়ে আটককৃত দুর্জয় বাবু ঘোষ (২২) এর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেন।

ট্যাগস :

যশোরে ভূয়া ডিবি পুলিশ আটক- গুলিসহ দেশীয় অস্ত্রসস্ত্র

আপডেট সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

যশোর জেলার কোতয়ালী মডেল থানার বেজপাড়া শ্রীধর এলাকায় অভিযান চালিয়ে দুর্জয় বাবু ঘোষ (২২) নামে এক ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশের একটি আভিযানিক দল। আটককালে তার হেফাজত থেকে পুলিশের গুলিসহ দেশীও অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১৩) জুলাই দুপুর ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম (বার)।

এর আগে শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫ টার দিকে বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার তরুন কুমার দে এর বসতবাড়ীর একটি কক্ষ তাকে আটক করা হয়।

আটককৃত দুর্জয় বাবু ঘোষ যশোর জেলার কোতয়ালী থানা হাজী মোহাম্মদ মহাসীন রোড, বড় বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষ এর ছেলে। সে একই থানার বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর বাড়ীর ভাড়াটিয়া।

ডিবি পুলিশ জানায় আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানী সহ অনৈতিক সুবিধা ভোগ করিয়া আসিতেছিল।

ডিবি পুলিশ এসময় আরও জানান- আটককালে তার ভাড়াকৃত কক্ষ থেকে ১ টি ওয়াকিটকি (ওয়ার্লেস) সেট, ২ টি চাইনিজ কুড়াল,২ টি ফালার মাথা,১ টি হাসুয়া,১ টি ছুরি,১ টি পুলিশ রিফ্লেটিং ভেস্ট, ৪ জোড়া পুলিশ হ্যান্ডকাফ, ৫ টি রাবার বুলেট, ১ টি শটগানের (লেড বল) কার্তুজ, ১২ টি শর্টগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয় ।

উক্ত বিষয়ে উপ পুলিশ পরিদর্শক( এসআই মোঃ শাহিনুর রহমান, পিপিএম বাদী হয়ে আটককৃত দুর্জয় বাবু ঘোষ (২২) এর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেন।